১৯ আগস্ট থেকে খুলছে পর্যটন কেন্দ্র
প্রাণ ও প্রকৃতি
১৯ আগস্ট থেকে ৫০ ভাগ আসন ব্যবহার করে পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার চালু রাখা যাবে বলে জানিয়ে সরকার।
আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা উপসচিব রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
ওই প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে আগামী ১৯শে আগস্ট থেকে সড়ক, রেল ও নৌ পথে সব ধরনের গণপরিবহণ চলাচল করতে পারবে। তবে সব ক্ষেত্রে মাস্ক পরা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যবিধি প্রতিপালনে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৯ দিন কঠোর লকডাউন শেষে ১১ই আগস্ট বিধি নিষেধ শিথিল করা হয়। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক সংখ্যক গণপরিবহণ চলছে, খুলে দেয়া হয়েছে সব অফিস ও শপিংমল।