শ্রীপুরে এক ব্যবসায়ীর ৪ গরু চুরি!
প্রাণিসম্পদ
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের সোনাকর গ্রামের ইকবাল হোসেন নামে এক গরু ব্যবসায়ীর চারটি গরু চুরি হয়ছে। যার বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা বলে দাবি করেন ক্ষতিগ্রস্ত ইকবাল হোসেন।
শুক্রবার (৩০ এপ্রিল) গভীর রাতে ওই কৃষকের গোয়াল ঘর থেকে এ গরু গুলো চুরি হয়। গরুর মালি ইকবাল হোসেন ওই গ্রামের ইউসুফ আলীর ছেলে। কৃষি কাজের সাথে গরুর ব্যবসাও করেন তিনি।
ইকবাল হোসেন জানান, প্রতিদিনের মতোই গোয়াল ঘরে গরু রেখে তালা লাগিয়ে দিয়ে গত রাত সাড়ে বারোটার দিকে ঘুমাতে যান তিনি। সেহরির সময় উঠে দেখেন গোয়াল ঘরের তালা কাটা৷ পরে ভেতরে গিয়ে দেখতে পান গরু গুলো নেই। ধারণা করা হচ্ছে , গভীর রাতে তালা কেটে গরুগুলো নিয়ে গেছে অজ্ঞাত চোরেরা। পরে রাতেই থানা পুলিশকে অবগত করেন ।
তিনি আরও বলেন, চুরি হওয়া গরুর মধ্য একটি লাল রঙের ষাঁড়, একটি সাদা রঙের গাভী ও দুটি বকনা। যেগুলোর বাজার মূল্য আনুমানিক সাড়ে তিন লাখ টাকা।
শ্রীপুর থানার কর্তব্যরত অফিসার এসআই রিপন মিয়া জানান, গরু চুরির ঘটনায় এখনো থানায় কেউ খবর দেননি। অভিযোগ পেলে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।