কামারখন্দে আউশ ধানের বাম্পার ফলন
কৃষি বিভাগ
সিরাগঞ্জের কামারখন্দে বিস্তীর্ণ এলাকাজুড়ে কৃষাণ-কৃষাণীরা চাষাবাদ করেছেন আউশ ধান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এবছর উপজেলার চারটি ইউনিয়নে ৪০ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ করা হয়েছে। প্রতি বিঘায় ১৭ থেকে ১৮ মণ ধান উৎপাদন হচ্ছে।
উপজেলার হায়দারপুর গ্রামের কৃষক মানিক হোসেন জানান, তার ১০ বিঘা জমি প্রতি বছর আউশ মৌসুমে পতিত থাকে। কিন্তু এবছর কৃষি অফিসের দেওয়া বীজ ও সার দিয়ে সেই ১০ বিঘা জমিতে আউশ ধানের আবাদ করেছি, ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানান মানিক।
উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, উপজেলার কৃষকরা আউশ মৌসুমে ধান আবাদ করতে চান না। আউশ ধান রোপণের মাধ্যমে উৎপাদন বাড়াতে উপজেলার ২০০ কৃষককে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার প্রদান করা হয়েছে। এবছর উপজেলায় ৪০ হেক্টর জমিতে গুচ্ছ পদ্ধতিতে আউশ ধানের আবাদ হয়েছে বলে জানান তিনি।