দুই গরু হারিয়ে দিশেহারা কৃষক
প্রাণিসম্পদ
কৃষকের গোয়াল ঘর থেকে দুটি গরু চুরি হয়ে গেছে। বৃহস্পতিবার গভীর রাতে বগুড়ার উপজেলার নন্দীগ্রাম ইউনিয়নের রণবাঘায় এ ঘটনা ঘটে।
ওই কৃষকের দাবি, চুরি যাওয়া গরু দুটির আনুমানিক বাজার মূল্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা।
চুরি হওয়া গরুর মালিক আনোয়ার হোসেনের স্ত্রী রেখা খাতুন জানান, প্রতিদিনের মত গরুগুলোকে খাওয়ানো শেষে গোয়াল ঘরে রেখে দরজায় তালা দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। রাত দুটার দিকে ঘুম থেকে উঠে দেখি দরজার তালা ভাঙা। গোয়াল ঘরের ভিতরে গিয়ে দেখি কালো একটি গাভী ও শিয়ালি কালারের একটি বোকনা বাছুর নাই। পরে লোকজন নিয়ে অনেক খোঁজাখুঁজি করে গরু দুইটি পাইনি। এনিয়ে থানায় অভিযোগ করেছি।
বিষয়টি নিয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কৃষকের দুটি গরু চুরির ঘটনায় থানায় তিনি অভিযোগ করেছেন। গরু উদ্ধার ও চোর সনাক্তের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে।
এদিকে পরম আদরের গরু দুটি হারিয়ে রেখা খাতুন খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন।