মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ
পাঁচমিশালি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কলেজবাজারে রমজান নামের স্থানীয় এক কসাইয়ের বিরুদ্ধে মৃত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগ উঠেছে।
অবশেষে আক্কেলপুর পৌরসভার মেয়র ও থানা পুলিশের নির্দেশে তার বিক্রির জন্য বাজারে আনা ওই গরুর মাংস নদীতে ফেলে দিয়েছেন অভিযুক্ত ওই কসাই।
আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী ও পুলিশ জানান, শুক্রবার ভোরের দিকে অভিযোগে জানতে পারেন যে, কলেজ বাজারে একটি অসুস্থ মৃতপ্রায় গরু নির্ধারিত জবাইদার ছাড়াই (পৌরসভার কর্মচারী) গরুটি জবাই করেন।
ওই সময় ওই গরুর শরীর থেকে নাকি কোনো রক্ত বের হয়নি। এ খবর জানার পর পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী ও আক্কেলপুর থানার এসআই শাহ আলম ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদে কসাই রমজান আলী বিষয়টি স্বীকার করেন।
ভবিষ্যতে এমন অপরাধ আর করবেন না বলে অঙ্গীকার করেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে তার ওই গরুর মাংসগুলো পাশের তুলশীগঙ্গা নদীতে ফেলে দেওয়া হয়। এ ঘটনার শাস্তি স্বরূপ আগামী সাত দিন কসাই রমজান কোনো হাটবাজারে গরুর মাংস বিক্রি করতে পারবে না বলে নির্দেশ দিয়েছেন পৌর মেয়র।