রুপগঞ্জে অভিনব কায়দায় দুই বছরে ৩‘শ গরু চুরি!
প্রাণিসম্পদ
নারায়নগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় হচ্ছে অভিনব কায়দায় চুরি। সেখানে গত দুই বছরে গরু চুরি হয়েছে অন্তত ৩০০ টি। অভিনব কায়দায় গরু চুরির শিকার এলাকার খামারিরা।
থানায় অভিযোগ করেও, মিলছেনা সমাধান। একমাত্র আয়ের উৎস বন্ধ হওয়ায় সর্বশান্ত বেশিরভাগ খামারি।
অভিনব কায়দায় গরু চুরি করা হয় নারয়নগঞ্জের রুপগঞ্জের। এই ঘটনায় সর্বশান্ত অনেক খামারি। গত কয়েক মাস আগে এক রাতেই ৭টি গরু চুরি হয় এক খামারির। ক্ষতিগ্রস্ত খামারির অভিযোগ, থানায় জানিয়েও মেলেনি কোন সুরাহা।
স্থানীয়রা জানায়, গত ২ বছরে রূপগঞ্জ এলাকা থেকে গরু চুরি হয়েছে অন্তত ৩০০ টি।
খামারিদের দুরবস্থা ঠেকাতে প্রশাসনিক সহায়তার কথা জানিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। আর রূপগঞ্জের এই এলাকাটা বেশ ফাঁকা থাকার কারণে চুরির প্রবণতা বেশি বলে মনে করছে পুলিশ।