ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ভিক্ষুকদের মাঝে গরু বিতরণ
প্রাণিসম্পদ
ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে ভিক্ষুকমুক্ত ও পূণর্বাসনে সেখানকার শত ভিক্ষুকের মাঝে বিতরণ করা হয় গবাদি পশু (গরু)।
বুধবার (১৭ মার্চ) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সদরের শত ভিক্ষুকের মাঝে পশুগুলো বিতরণ করেন ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা ২১ ইউনিয়নের ভিক্ষুকদের মধ্যে ১০০ গরু ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর আলমস জেলা পরিষদের চেয়ারম্যান সাদেক কুরাইশীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা।
আরো পড়ুন: বঙ্গবন্ধু‘র জন্মশতবার্ষিকী উপলক্ষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে গরু বিতরণ