কাঁঠালবাগানে অগ্নিকাণ্ডে গরুর খামার দগ্ধ
প্রাণিসম্পদ
রাজধানীর কাঁঠালবাগানে বক্স কালভার্ট রোডে আব্দুল মোনায়েম ডিস্ট্রিক লিমিটেড ভবনের পেছনে টিনশেড বস্তিতে আগুন লেগে একটি গরুর খামার পুড়ে যায়। অবশেষে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের ২০-২৫ মিনিটের চেষ্টায় রাত ১০.০৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।
গরুর খামারের ক্ষতিগ্রস্ত নারী ফরিদা জানান, তারা বেশ কয়েকজন দুস্থ নারীরা টিনশেড বস্তিতে গরুর খামার গড়ে তুলেছিলেন। খামারের গরুর দুধ রাজধানীর অনেক এলাকা থেকে মানুষ কিনে নিয়ে যায়। ঘটনার সময় বস্তির ভিতর থেকে তিনি আগুনের ধোঁয়া দেখতে পান। এরপর হুড়োহুড়ি করে গরুগুলো সবাই উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের উপ সহকারি পরিচালক বজলুর রশিদ গণমাধ্যমকে জানান, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই আশেপাশের লোকজন খামার থেকে গরুগুলো নিরাপদে বের করে নিয়ে আসে। এ সময়ের মধ্যে বস্তির গরুর খামারসহ আনুমানিক ৩০ টি টিনশেড ঘর পুড়ে যায়।
তিনি আরো জানান, আগুন লাগা বস্তিটিতে একটি গরুর খামার ছিলো। সেই সেমি পাকা খামারে গ্যাস সিলিন্ডার দিয়ে গরুর খাবার শুকানো হতো এবং সেই খামারের ভিতর দিয়ে বিদ্যুতের লাইন ছিলো। এই দুটির যেকোন একটি থেকে আগুন লাগতে পারে। ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডারের বোতল উদ্ধার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক সালেহউদ্দিন ঘটনাস্থলে থেকে সার্বক্ষণিক তদারকি করেছেন বলে বজলুর রশিদ জানান।