সরিষাবাড়ীতে মধু আহরণে ব্যস্ত মৌয়ালরা
এগ্রিবিজনেস
শীতের সোনাঝরা রোদে মাঠজুড়ে যেন ঝিকিমিকি করছে হলুদ ফুলের সমারোহ। যেদিকে যতদূর চোখ যায় শুধু হলুদে ভরপুর সরিষার মাঠ। বাতাসে মাতাল করা ফুলের ঘ্রাণ। আর এই সরিষা ক্ষেতের চারপাশেই সারিবদ্ধভাবে বসানো হয়েছে কয়েকশ’ মৌবাক্স।
বর্তমানে মৌমাছির মাধ্যমে মধু আহরণে ব্যস্ত সময় পার করছেন জামালপুরের সরিষাবাড়ীর খামারিরা এবং বিভিন্ন এলাকা থেকে আগত মৌয়ালরা। এতে কর্মসংস্থান হয়েছে স্থানীয় খেটে খাওয়া মানুষেরও।
এদিকে, মৌমাছির মাধ্যমে পরাগায়ন হওয়ায় চাষিদের ফলনও বেড়েছে দ্বিগুণ। আর গুণগতমান ভালো হওয়ায় এই মধুর চাহিদা রয়েছে দেশ ও দেশের বাইরেও।
আগামী জানুয়ারি পর্যন্ত চলবে এই মধু সংগ্রহ। এসব সরিষা ক্ষেত থেকে ১০ মেট্রিক টন মধু সংগ্রহ হবে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
উপজেলা কৃষি অফিসের তথ্যানুযায়ী, এবার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া, কামরাবাদ, পোগলদিঘা, আওনাসহ উপজেলার ৩ হাজার ৭৫০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে।