পেকুয়ায় বন্যহাতির আক্রমনে কলেজছাত্রের মৃত্যু
পাঁচমিশালি
কক্সবাজারের পেকুয়ায় বন্যহাতির আক্রমনে মো. সাইমুন (১৮) নামের এক কলেজছাত্রের করুণ মৃত্যু হয়েছে। এ সময় হাতির পায়ে পিষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। পরে তাঁকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রবিবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের চেপ্টামোড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. সাইমুন চেপ্টামোড়া এলাকার মমতাজুল হকের ছেলে ও বাঁশখালী আলাউল কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। অপর আহত জাহেদুল ইসলাম (৮) একই এলাকার কলিম উল্লাহর ছেলে।
প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমদ মিস্ত্রী জানায়, আমি ধান পাহারা দিচ্ছিলাম। একটু দুরে সাইমুন এবং জাহেদও তাদের ধান পাহারা দিচ্ছিল। একটি টংঘরে তাঁরা গল্প করছিল। হঠাৎ একটি বন্যহাতি টংঘরে আক্রমণ শুরু করে।
এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. ফরহাদ আলী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, বন্যহাতির আক্রমণে নিহতের ঘটনাটি অপমৃত্যু মামলা হিসাবে রুজু করা হয়েছে।