পটুয়াখালী শহরের মাছের বাজারে দেখা মিললো বিরল প্রজাতির মাছ!
মৎস্য
পটুয়াখালী শহরের মাছের বাজারে দেখা মিললো বিরল প্রজাতির একটি মাছ। মানুষ ভিড় করছে জীবিত এই মাছটি দেখতে।
রবিবার (১৩ নভেম্বর) সন্ধ্যার পর মাছটি মাছ বিক্রেতা রতন বিক্রির জন্য দোকানে রেখেছে। দেড় কেজি ওজনের মাছটি লম্বায় প্রায় আড়াই ফুট। মাছটি ক্যামেরার আলো কিংবা কোন কিছু সামনে নিলেই সে হাঁ করছে। মৎস্য বিভাগ মাছটিকে ইউরোপীয় বানমাছ বললেও স্থানীয়রা এটিকে ম্যাদ বাইন/তেলকুমার বলছেন।
মাছ বিক্রেতা রতন মোল্লা বলেন, বিকেলে লাউকাঠী নদীতে স্থানীয় এক জেলে তার বড়সিতে মাছটি ধরেছে। দুইশ টাকা কেজি দরে কিনে এখন আড়াইশ থেকে তিনশ টাকা দরে মাছটি বিক্রি করতে চাচ্ছেন।
তবে এটি মাছ নাকি অন্য কিছু তা নিয়ে সন্দেহ থাকার কারণে মাছটি কেনার জন্য কোন ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না।
পটুয়াখালী মৎস্য বিভাগ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি মূলত ইউরোপীয় বানমাছ। ইউরোপীয় ঈল নামেও এটি পরিচিত। এটি ঈল প্রজাতির একটি সাপের মত ক্যাটাড্রামাস মাছ, এগুলো সাধারণত ৬০ থেকে ৮০ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় এবং খুব কমই ১ মিটারের বেশি পৌঁছায়। তবে ব্যতিক্রমী ক্ষেত্রে দেড় মিটার পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছাতে পারে।
পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজহারুল ইসলাম জানান, দক্ষিণাঞ্চলে এই প্রজাতির মাছ খুব একটা দেখা যায় না। তবে এ সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিচ্ছি।