১১:৩৭ পূর্বাহ্ন

শনিবার, ১৬ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : নভেম্বর ২২, ২০২১ ১২:২৯ অপরাহ্ন
বন্যহাতি হত্যার প্রতিবাদে মানববন্ধন
পাঁচমিশালি

শেরপুরে বুনোহাতি হত্যার প্রতিবাদ, হাতির জন্য অভয়াশ্রম এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল দুপুরে জেলা কালেক্টরেট চত্বরে নাগরিক সংগঠন জনউদ্যোগের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা আইইডির সহযোগিতায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, জেলা উদীচী সভাপতি তপন সারওয়ার, আয়োজক সংগঠনের সদস্য সচিব হাকিম বাবুল প্রমুখ।

এ সময় বক্তারা গারো পাহাড়ে ১০ দিনের ব্যবধানে দুটি হাতি হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং বনে হাতির অভয়ারণ্য গড়ে তুলে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। পরে জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যা করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল তার ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, সম্প্রতি বিদ্যুতের তার দিয়ে হাতি হত্যাসংক্রান্ত কিছু খবর আমাদের নজরে পড়েছে। হাতির উপদ্রব থেকে বাঁচতে দেশের বিভিন্ন জায়গায় জিআই তার দিয়ে বেষ্টনী তৈরি করে তাতে বিদ্যুতের লাইন সংযুক্ত করা হয়েছে। এতে যখন কোনো হাতি ওই এলাকায় প্রবেশ করতে যাচ্ছে, তখন বিদ্যুতের শকে মারা পড়ছে। এ প্রবণতা খুবই মারাত্মক, বন্যপ্রাণী ও মানুষের জন্যও।

পোস্টে তিনি আরো বলেন, এভাবে কোনো প্রাণী হত্যা আইনত দণ্ডনীয় অপরাধ। এমন কাজ থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২১, ২০২১ ৩:৩১ অপরাহ্ন
ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে প্রাণ গেল কৃষকের
পাঁচমিশালি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ধানক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে আজিম উদ্দিন মুসল্লি (৭৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

নিহত কৃষকের ভাতিজা আল আমিন মুসল্লি জানান, সকালে ফজরের নামাজ পড়ে গবাদিপশুর জন্য ঘাস কাটতে মাঠে যান চাচা আজিম উদ্দিন। ধান ক্ষেতের মাঝের আইল দিয়ে যাওয়ার সময় তিনি বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান জানান, ধানক্ষেতের মধ্যে প্রায় আধা কিলোমিটার এলাকার মধ্যে রাতের আঁধারে বিদ্যুতের লাইন ছড়িয়ে রাখে একটি চক্র। ক্ষেতের ফসল ইঁদুরে যাতে নষ্ট করতে না পারে এ জন্য এ ফাঁদ পাতা হয়।

ওই বিদ্যুতের ফাঁদে আটকেই কৃষক আজিম উদ্দিন মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কারা এ বৈদ্যুতিক ফাঁদ পেতে রেখেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহত কৃষকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২১, ২০২১ ১১:৩৭ পূর্বাহ্ন
রামুতে দুর্বৃত্তের গুলিতে কৃষক আহত
পাঁচমিশালি

কক্সবাজারের রামু উপজেলায় রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন মেহের আলী (৫০) নামে এক কৃষক। গতকাল শনিবার রাত ১০টার দিকে জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়া নালা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে মেহের আলী রিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে হামিদুল হকের বাড়ির সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে।

স্থানীয়রা জানিয়েছেন, গুলি করার পর দুর্বৃত্তরা সোনাইছড়ি খাল পার হয়ে মৌলভীর পাড়া এলাকার দিকে পালিয়ে যায়। খবর পেয়ে রাতে রামু থানা পুলিশ ঘটনাস্থলে যান।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২০, ২০২১ ১২:৫৭ অপরাহ্ন
২২ লাখ টাকার রেসার কবুতর উদ্ধার, গ্রেফতার ২
পাঁচমিশালি

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ৩২টি রেসার কবুতর উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- সোহেল রানা ও হাবিবুর রহমান।

শুক্রবার (১৯ নভেম্বর) দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেফতার ও চুরি হওয়া রেসার কবুতরগুলো উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

শনিবার (২০ নভেম্বর) সকালে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মিরপুরের ৬০ ফিট পাকা মসজিদ এলাকার এক ব্যক্তি অভিযোগ করেন, গত ৮ নভেম্বর রাত আটটায় তিনি তার ভাড়া বাসা তালাবদ্ধ করে কাজে যান। পরদিন সকালে এসে দেখেন, দরজার তালা ভাঙা এবং তার ১০০টি রেসার কবুতরের মধ্যে ৩২টি নিখোঁজ। এ বিষয়ে মিরপুর মডেল থানায় অজ্ঞাতনামাদের অভিযুক্ত করে ১৮ নভেম্বর একটি নিয়মিত মামলা দায়ের হয়।

রেসার কবুতর উদ্ধার ও আসামি গ্রেফতারের বিষয়ে ওসি বলেন, মামলা হওয়ার পর বাদীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকদিন আগে এক ব্যক্তি রেসার কবুতর কেনার জন্য বাদীর কাছে এসেছিলেন, কিন্তু তিনি কবুতর না কিনে চলে যান। সেই ব্যক্তির ওপর সন্দেহের তীর ছুড়ে এক পর্যায়ে কৌশলে নিশ্চিত হওয়া যায় কবুতর চুরি যাওয়ার বিষয়টি। এরপর দারুস সালাম থানার সোসাইটি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় চুরি হওয়া ৩২টি রেসার কবুতর। এসময় সোহেল রানা ও হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ২০, ২০২১ ১১:৪১ পূর্বাহ্ন
হাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে কৃষক খুন
পাঁচমিশালি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার নাটিমা গ্রামে রাজহাঁস মারাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে মফিজ মোল্লা (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত মফিজ মোল্লা ওই গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে।

নাটিমা গ্রামের ইউপি সদস্য বশির উদ্দিন জানান, নিহত মফিজ মোল্লার প্রতিবেশী কামালের রাজহাঁস মারাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মফিজ ও কামালের পরিবারের মাঝে ঝগড়া হয়। এসময় মফিজ সেখানে গিয়ে বিষয়টি সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। ঠেকাতে গেলে মফিজের ভাই লাবুকেও মারধর করে তারা। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে যশোর প্রেরণ করা হয়। যশোর থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান,ঘটনার কথা শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয়েছে।ঘটনাস্থলেই লাশ রয়েছে। খোঁজখবর নেওয়া হচ্ছে এবং পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৯, ২০২১ ১:৩২ অপরাহ্ন
কৃষককে হাতুড়িপেটা, হাসপাতালে ভর্তি
পাঁচমিশালি

মাদারীপুরের কালকিনিতে আলমগীর সরদার (৫০) নামে এক কৃষককে হাতুড়িপেটা করে নদীর পাড়ে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমনি বাজারের কাছে এ ঘটনা ঘটে।

আহত আলমগীর লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটবালী গ্রামের সিদ্দিক সরদারের ছেলে এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত পরাজিত নারী সদস্য প্রার্থী (বক প্রতীক) আসমা বেগমের স্বামী।

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানিয়েছেন, মাদারীপুরে একটি বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন কৃষক আলমগীর হোসেন। কালকিনির সূর্যমনি বাজারের আসলে একদল দুর্বৃত্ত তাকে জোর করে আড়িয়াল খাঁ নদের পাড়ে তুলে নিয়ে যায়। পরে তাকে হাতুড়িপেটা করে। শরীরের বিভিন্ন স্থানে রড দিয়ে আঘাতও করে দুর্বৃত্তরা। আলমগীরের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশকে খবর দিলে পুলিশের সহয়তায় আলমগীরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আনা হয় জেলা সদর হাসপাতালে।

নির্বাচনে বিজয়ী প্রার্থী ফিরোজা বেগমের (কলম প্রতীক) স্বামী মোস্তফা ঢালী ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন পুলিশ ও ভুক্তভুগীর পরিবার।

এদিকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আসফাক রাসেল।

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৯, ২০২১ ১২:৫০ অপরাহ্ন
ধান বোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কা নিহত ২
পাঁচমিশালি

দিনাজপুরে ধানবোঝাই ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ৫ নম্বর শশরা ইউনিয়নের পাঁচবাড়ী দইসই গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শশরা ইউনিয়নের চকরামপুর বালাপাড়া এলাকার মৃত খোকারাম রায়ের ছেলে নারায়ণ চন্দ্র রায় (৪০) এবং মৃত দুর্গা মোহন রায়ের ছেলে শশোধর বাবু রায় (৫৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে ক্ষেতের ধান ভ্যানে বোঝাই করে বাড়ি নিয়ে আসছিলেন নারায়ণ ও শশোধর। সকাল সাড়ে ৭টার দিকে দিনাজপুর-ঢাকা মহাসড়কের দইসই এলাকায় পাইপবোঝাই একটি ট্রাক পেছন থেকে ধানবোঝাই ভ্যানে ধাক্কা দেয়। এ সময় ভ্যানচালক নারায়ণ রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এরপর খাদে পড়ে যায় ট্রাকটি। স্থানীয়রা গুরুতর অবস্থায় শশোধরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলম জানান, নিহতদের পরিবারের আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

 

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২১ ৪:২৭ অপরাহ্ন
বরগুনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
পাঁচমিশালি

তালতলী থানার ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার শারিকখালী ইউনিয়নের নলবুনিয়া গ্রামে আবদুর রহিম হাওলাদার নামে এই ব্যক্তি মারা যান।

রহিম ওই গ্রামের আবদুল কাদের হাওলাদারের ছেলে।

এলাকাবাসী জানান, রহিম সেচপাম্পের মটরে নিজের বাড়ি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন। এর প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। তাকে হাসপাতাল নেওয়া হয়নি।

এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি কাজী শাখাওয়াত হোসেন তপু।

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৮, ২০২১ ১:১০ অপরাহ্ন
ভুয়া খামারি তালিকা প্রণয়ন করে অর্থ আত্মসাত,দুদকের অভিযান
পাঁচমিশালি

নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে খামারিদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অর্থ ভুয়া খামারি তালিকা প্রণয়ন করে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৭ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, নড়াইল জেলার কালিয়া উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে খামারিদের জন্য বরাদ্দকৃত সরকারি প্রণোদনার অর্থ ভুয়া খামারি তালিকা প্রণয়ন করে উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবালের নেতৃত্বে বুধবার একটি অভিযান পরিচালনা করেছে এনফোর্সমেন্ট টিম। দুদক টিম সরেজমিনে প্রাণিসম্পদ কার্যালয় পরিদর্শন করে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে দেখা করে অভিযোগ সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করে। অভিযোগ প্রসঙ্গে প্রণোদনা গ্রহণকারীদের সঙ্গে কথা বলে ও তাদের বক্তব্য শুনে। তারা প্রণোদনা পেয়েছে বলে টিমকে জানায়। টিম অভিযানে প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাইপূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে দুদক এনফোর্সমেন্ট টিম।

এছাড়া দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন-১০৬) আসা অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে জানানোর জন্য ১০টি দপ্তরে দুদক এনফোর্সমেন্ট ইউনিট চিঠি পাঠিয়েছে।

 

শেয়ার করুন

প্রকাশ : নভেম্বর ১৭, ২০২১ ১:৪৫ অপরাহ্ন
বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে
পাঁচমিশালি

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার কৌশলগুলো চিহ্নিত করা হচ্ছে। 

বুধবার (১ নভেম্বর) হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বন অধিদফতর এবং ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি আয়োজিত বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালী করার লক্ষ্যে পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বন অধিদফতরের নেতৃত্বে বন্যপ্রাণী অপরাধ উদঘাটন, শনাক্তকরণ এবং বিচারে আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের সক্ষমতা জোরদার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে সরকারের প্রচেষ্টাকে প্রসারিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সবার সহায়তায় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে।

তিনি বলেন, যৌথভাবে বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট সেক্টরগুলোর মধ্যে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করা হবে। বন্যপ্রাণী অপরাধ দমনের লক্ষ্যে প্রণীত আইন-কানুন, কর্মসূচি এবং প্রকল্প কার্যকরভাবে বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি এসময় বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণকারীদের নির্মূল করার বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সংস্থার প্রতি আহ্বান জানান।

মন্ত্রী বলেন, বন্যপ্রাণী অপরাধের নেতিবাচক পরিণতি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার করতে হবে। বন্যপ্রাণী অপরাধীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের নিজেদের স্বার্থে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, প্রধান বন সংরক্ষক মো. আমির হোসেন চৌধুরী এবং ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ জাহাঙ্গীর আলম প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য দমনে আইন প্রয়োগ শক্তিশালীকরণে করণীয় বিষয়ে ইউএসএআইডি, ইউএনওডিসি এবং এনজিও ব্যুরোসহ বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা নিজ নিজ সংস্থার পক্ষে বক্তব্য রাখেন।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop