কালা বাবুর দাম ১৫ লাখ টাকা
প্রাণিসম্পদ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ফ্রিজিয়ান জাতের ৩০ মণ ওজন ও দৈর্ঘ ৮ ফুট ও উচ্চতায় ৭ ফুটের ‘কালা বাবু’। যার দাম উঠানো হয়েছে ১৫ লাখ টাকা। ওই খামারে এছাড়া আরও নয়টি বড় জাতের ষাঁড় রয়েছে।
জানা যায়, সাড়ে চার বছর আগে তার ভাই সুমন শিকদারের খামারে কালো রঙের গরুটির জন্ম হয়। সাড়ে সাত মাস বয়সে ভাইয়ের কাছ থেকে গরুটি কিনে নেন খামারি আমিনুল ইসলাম। এরপর শুধু দেশীয় খাবার খাইয়ে গরুটিকে লালনপালন করেছেন।
আমিনুলের খামারের কর্মচারী জাহাঙ্গীর হোসেন জানান, ‘উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পরামর্শ অনুযায়ী ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে। এখন পর্যন্ত বাজারে ওঠানোর চিন্তা করেননি মালিক। গরুটি কিনতে বাড়িতেই লোকজন আসছেন। ১৫ লাখ টাকা দাম হাঁকানো হলেও এখন পর্যন্ত বিভিন্ন জন বিভিন্ন দাম বলছেন।
নাম শুনে রাগী ও হিংস্র মনে হলেও আসলে শান্ত প্রকৃতির ও গায়ের রং কালো হওয়ায় শখ করে গরুটির নাম রেখেছেন কালা বাবু।