কৃষক ও ভোক্তাদের স্বার্থে প্রয়োজনে ধান চাল ক্রয় বাড়ানো হবে-খাদ্যমন্ত্রী
কৃষি বিভাগ
কৃষক ও ভোক্তার স্বার্থে প্রয়োজনে ধান চাল ক্রয় লক্ষ্যমাত্রা বাড়ানো হবে। তবে চুক্তির মেয়াদ বাড়ানো হবে না জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, আমনের ধানের ফলন ভাল হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নিবে সরকার।
গতকাল রবিবার বিকেলে নওগাঁ নিয়ামতপুর খাদ্যগুদামে গিয়ে ফিতা কেটে চলতি মৌসুমের ধান ক্রয়ের উদ্বোধন করেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি মন্তব্যগুলো করেন। এটাকে বিকেলে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে সারাদেশে আমন সংগ্রহের উদ্বোধন করেন।
চলতি মৌসুমে ২৭ টাকা কেজি দরে কৃষকের কাছ থেকে ৩ লাখ টন ধান ও ৪০ টাকা দরে মিলারদের কাছ থেকে ৫ লাখ টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য বিভাগ। অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। সংগ্রহ অভিযানে সকলকে সহযোগিতার আহ্বান জানান মন্ত্রী।