রাতের আঁধারে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
কৃষি বিভাগ
চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা।
গত বুধবার (৩০ নভেম্বর) দিবাগত রাত এগারোটায় উপজেলার ২নং হিঙ্গুলি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আজমনগর রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মনিন্দ্র চৌকিদার বাড়ির স্বদেশ কুমার দাসের স্ত্রী ক্ষতিগ্রস্ত শিল্পী রাণী দাস (৪৫) জানান, বুধবার দিবাগত রাত আনুমানিক এগারোটার দিকে মাড়াইয়ের জন্য রাখা ধানের স্তূপে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনি। এরপর রাত তিনটার দিকে আবারো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার ফলে ১০ গণ্ডা জমির সম্পূর্ণ ধান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪০ হাজার টাকার ধান পুড়ে যায়।
হিঙ্গুলি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আলতাফ হোসেন জানান, ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এই বিষয়ে খোঁজখবর নিচ্ছি।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, হিঙ্গুলি ইউনিয়নের আজমনগর ধুমঘাট রেলক্রসিং সংলগ্ন চলাচলের রাস্তার পাশে মাড়াইয়ের জন্য রাখা ধানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। তবে এবিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।