১:২৮ অপরাহ্ন

সোমবার, ১৩ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২২ ১১:৪৫ পূর্বাহ্ন
হত্যার জেরে পুকুরে বিষ,খামারে আগুন!
পোলট্রি

ছাগলে ক্ষেত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে পাবনার সুজানগরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ও গুলিতে একজন নিহতের ঘটনায় বিক্ষুদ্ধরা প্রতিপক্ষের মাছের পুকুরে বিষ প্রয়োগ, পোল্ট্রি ফার্মে ও গরুর খামারে আগুন ধরিয়ে দিয়েছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ।

জানা যায়, গত রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভায়না ইউনিয়নের চরবিশ্বনাথপুর গ্রামে পূর্ববিরোধ ও ছাগলে ক্ষেতের ফসল খাওয়াকে কেন্দ্র করে আক্কাস আলী বিশ্বাস গোষ্ঠীর সঙ্গে মোকাই শেখ গোষ্ঠীর মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এ সময় মোয়াজ্জেম হোসেন শেখের ছেলে এরশাদ শেখ (৩২) গুলিবিদ্ধ হয়ে নিহত হয়।

এ ঘটনায় সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নিহতের বাবা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এ ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি আজম আলী বিশ্বাসসহ তিনজনকে গ্রেপ্তার করে।

এ সময় একটি লাইসেন্সকৃত দোনালা বন্দুক ও ৪৯টি কার্তুজ জব্দ করে পুলিশ।

সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হানান জানান, ঘটনার দিন পোল্ট্রি ফার্ম ও গরুর খামারে আগুন ধরিয়ে দিয়েছিল। পরেরদিন পুকুরে বিষ প্রয়োগ করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিষ প্রতিরোধক ওষুধ প্রয়োগ করে মাছ রক্ষার চেষ্টা করা হয়েছে।

তিনি বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৭, ২০২২ ৯:২৬ পূর্বাহ্ন
খামারে মাছির উপদ্রব কমাতে যা করবেন
পোলট্রি

মুরগির খামার করে এখন অনেকেই লাভবনা হচ্ছেন। তবে বিভিন্ন রোগের কারণে লোসের মুখে পড়ছেন খামারিরা। বিশেষ করে, খামারে মাছির উপদ্রবে ছড়ায় বিভিন্ন রোগ জীবাণু। বিভিন্ন কারণে খামারে মাছির উপদ্রব দেখা দেয়। মাছি ১৬-৪০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বেশি বংশবৃদ্ধি করতে পারে। ১২ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে এদের বংশবৃদ্ধি বন্ধ হয়ে যায়। এবং তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এরা সক্রিয় হয় এবং বংশবৃদ্ধি ঘটায়।

খামারে মাছির উপদ্রবের জন্য লিটার অব্যবস্থাপনা অনেকাংশে দায়ী। যেমন, ভেজা, স্যাঁতস্যাতে লিটার, দলা পাকানো লিটার ও পুরাতন লিটার খামারের পাশে রাখা। অন্যদিকে পূর্বের ফ্লকের লিটার নতুন ফ্লকে ব্যবহার করা। লিটার ট্রিটমেন্ট না করে ব্যবহার করা। নিয়মিত লিটার উলোট-পালোট না করা। বাতাসে অত্যাধিক আদ্রর্তা থাকা। বিশেষ করে বর্ষাকালে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকার কারণে লিটার সহজেই স্যাঁতস্যাঁতে হয়ে যায়। যা মাছি উৎপাদনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে।

এ ছাড়াও খামারের কাছাকাছি পচনশীল বস্তু থাকলে যেমন, মরা মুরগি খামারের কাছাকাছি ফেলে রাখলে, বিভিন্ন ফলের খোসা, ফলের অবশিষ্টাংশ খামারের কাছাকাছি ফেললে মাছির উপদ্রব বেড়ে যায়। মুরগির পায়খানা নিয়মিত পরিষ্কার না করলে। মুরগি পাতলা পায়খানা করলে খামারে মাছি বেড়ে যায়। কক্সিডিওসিস হলেও খামারে মাছি বেড়ে যেতে পারে।

এজন্য জেনে নিতে হবে মাছির উপদ্রব হলে তাড়ানোর জন্য যেসব পদক্ষেপ নিতে হবে। লিটার পরিষ্কার ও শুকনো রাখতে হবে। ভেজা বা স্যাঁতস্যাঁতে লিটার দ্রুত পরিবর্তন করতে হবে। মৃত মুরগি খামার থেকে দূরে মাটিতে পুঁতে ফেলতে হবে। মুরগির পায়খানা নিয়মিত পরিষ্কার করতে হবে। খামারের চারপাশ পরিষ্কার-পরিছন্ন রাখতে হবে। এবং নিয়মিত চুন, ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ব্যবহার করতে হবে।

খামারে মাছির উৎস খুঁজে বের করতে হবে এবং তা ধ্বংস করতে হবে। পূর্বের ব্যাচের লিটার খামারে আশে পাশে না রেখে দূরে কোথাও ফেলে আসতে হবে।

খামারের চারপাশে তারপিন তেল স্প্রে করা যেতে পারে। এটা মাছি তাড়াতে সাহায্য করবে। ইনসেক্টিসাইড সম্বলিত বিভিন্ন প্রিপারেশন পাওয়া যায় এগুলো নির্দিষ্ট মাত্রায় খামারের চারপাশে ছিটিয়ে দিলে মাছি (প্রাপ্তবয়স্ক) মারা যায়।

এছাড়া সাইরোমাজিন সম্বলিত বিভিন্ন প্রিপারেশন আছে যেগুলো খাদ্যের সঙ্গে ব্যবহার করা হয়। এগুলো ব্যবহার করলে মাছির ডিম ও লার্ভা ধ্বংসপ্রাপ্ত হয়। এছাড়া লিটারে অ্যামোনিয়া রিডিউসারও ব্যবহার করতে পারেন। এতে কিছুটা হলেও মাছির উপদ্রব কমে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৬, ২০২২ ৭:৩৬ অপরাহ্ন
মঙ্গলবার(৬ সেপ্টেম্বর) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৬/০৯/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=১০.০০ (খুচরা)
সাদা ডিম=৯.৫০ (খুচরা)

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.৬৫
সাদা ডিম=৮.৯৫

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৯.৩০
সাদা ডিম=৮.৭০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
কালবার্ড সাদা=১৬২/কেজি
সোনালী মুরগী=২৫০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৩
লেয়ার সাদা=৩৫-৪০
ব্রয়লার=৩৫-৩৭

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.৭৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৯.৪০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৯.৬০
সাদা ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২৩৫/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৪
লেয়ার সাদা=৩৮-৪২
ব্রয়লার=৩৫-৩৬

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=১০.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=৪১

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৩৬/কেজি
সোনালী মুরগী=২৫৫/ কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=১০.৩০
সাদা ডিম=১০.২০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫-২০
লেয়ার সাদা =২০-২৫
ব্রয়লার =৩৫-৩৬

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৯.২৫
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৯.৭২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী =২৫৫/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৯.৩২
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৯.৫০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১৪০/১৪৫ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৯.৪০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.৬০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৯.৬০
ব্রয়লার মুরগী=১৬০/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.৫৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৭৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=২১৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৯.১০
সাদা ডিম=৮.৮০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.৭০
ব্রয়লার মুরগী=১৩২/কেজ
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৮০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৮

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৯.২০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=১০.৫০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৩২/ কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.৫০
সাদা ডিম=৯.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৫, ২০২২ ৯:৩৭ অপরাহ্ন
সোমবার (৫ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৫/০৯/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=১০.০০ (খুচরা)
সাদা ডিম=৯.৫০ (খুচরা)

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.৬০
সাদা ডিম=৮.৯০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৯.২০
সাদা ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
কালবার্ড সাদা=১৬২/কেজি
সোনালী মুরগী=২৫০/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৩
লেয়ার সাদা=৩৫-৪০
ব্রয়লার=৩৫-৩৭

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.৭৫
লাল(বাদামী) মাঝারি ডিম=৯.৪০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৯.৪০
সাদা ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=১৩৬/কেজি
কালবার্ড লাল=২৩৫/কেজি
সোনালী মুরগী=২৫৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৪
লেয়ার সাদা=৩৮-৪২
ব্রয়লার=৩৮-৪০

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=১০.২০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=৪১

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
সোনালী মুরগী=২৫০/ কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=১০.২০
সাদা ডিম=১০.১০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫-২০
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪

 

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৯.১০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৯.৫২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৪৫/কেজি
সোনালী মুরগী =২৫৫/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৯.৫২
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৯.৪০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১৪০/১৪৫ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৯.৪০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.৬০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৯.৬০
ব্রয়লার মুরগী=১৬০/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.৪৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৬৫
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=২১৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৯.১০
সাদা ডিম=৮.৮০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.৬০
ব্রয়লার মুরগী=১৩১/কেজ
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৭০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৮
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৯.২০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=১০.৫০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৩২/ কেজি
কালবার্ড লাল=২৩০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৯.৫০
সাদা ডিম=৯.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৫, ২০২২ ৯:৩০ পূর্বাহ্ন
ব্রয়লার পালনে কিছু সমস্যা ও প্রতিকার
পোলট্রি

ব্রয়লার লালন পালনে খামারি ভাইয়েরা মাঝে মধ্যেই নানা রকম সমস্যায় পড়েন। সময় মতো এসব সমস্যা কাটিয়ে ওঠার জন্য খামারিকে চৌকস না হয়ে উপায় নেই। একজন চৌকস খামারি হিসেবে ব্রয়লার পালনে যেসব বিষয়ে নজর রাখতে হবে চলুন সেটা জেনে নিই।

ব্রয়লার পালনে সমস্যা : ব্রয়লার পালনে খামারি ভাইয়েরা যেসব সমস্যায় পড়েন সেগুলো হলো:
১. গামবোরো রোগ,
২. ওজনে পার্থক্য (একই বয়সের বাচ্চা কিছু দিন পর ছোট-বড় হওয়া),
৩. সমন্বয়হীন বাজার ব্যবস্থা,
৪. খামারিদের ওষুধ ব্যবহারের প্রবণতা।

গামবোরো রোগ : খামারিরা গামবোরো রোগ নিয়ে বেশি সমস্যায় পড়েন। গামবোরো ভাইরাসের কারণে হয়। এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই। তবে সময়মতো টিকা দেয়া থাকলে রোগ হওয়ার আশঙ্কা কম থাকে। এই রোগের আক্রমণ যদি ঘটেই থাকে তাহলে উন্নত ব্যবস্খাপনার মাধ্যমে মৃত্যুহার কিছুটা কমানো যায়। এই রোগে আক্রান্ত মুরগি খাদ্য ও পানি খাওয়া বন্ধ করে দেয়, পালক উসকো-খুসকো দেখায়। সাদা পাতলা ও দুর্গন্ধযুক্ত পায়খানা করে। শরীর খুব দুর্বল হয়ে পড়ে, হাঁটতে পারে না। অবশেষে মারা যায়। তবে এই রোগে মৃত্যুহার ৩০ ভাগের বেশি হয় না।

চিকিৎসা : এই রোগের কার্যকরী কোনো চিকিৎসা নেই। প্রতিরোধ ব্যবস্থা একমাত্র উপায়। গামবোরো রোগ দেখা দিলে মুরগির ঘরে খাদ্য ও পানির পাত্র বাড়াতে হবে। কারণ এই রোগে খাবারের প্রতি অরুচি হওয়ায় না খেয়ে দুর্বল হয়ে মুরগি মারা যায়। তাই খাদ্য ও পানি পাত্র এমনভাবে দিতে হবে যাতে ঘুরলেই খাদ্য পায়। এই রোগে অরুচি, ডিহাইড্রেশন এবং মুরগি না খেয়ে দুর্বল হয়ে পড়ে বলে পানিতে ভিটামিন সি, স্যালাইন ও গ্লুকোজ মিশিয়ে খাওয়ালে ভালো ফল পাওয়া যায়।

ছোট-বড় হওয়া : প্রায়ই দেখা যায় একই ব্যাচে একই বয়সের ব্রয়লার বাচ্চা কিছু দিন পর কতকগুলো বেশ ছোট হয়ে গেছে। এর জন্য দৃশ্যমান অদৃশ্যমান অনেক কারণ জড়িত। যেমন, কৌলিকাত্ত্বিক কারণ, পরিবেশগত ও ব্যবস্থাপনাগত কারণ। দৃশ্যমান বা পরিবেশগত কারণের মধ্যে প্রথম থেকেই প্রয়োজনের তুলনায় কম খাদ্য ও পানির পাত্র থাকা। কারণ, প্রথম সপ্তাহে বিশেষ করে এক-তিন দিন বয়স পর্যন্ত বাচ্চার চলাচল সীমিত থাকে এবং খাদ্য না চেনার কারণে খাদ্য খাওয়ায় তেমন প্রতিযোগিতা থাকে না। তাই এই সময়ে যেসব বাচ্চা এক বা দুই দিন খাদ্য ভালোভাবে খেতে পারে না সেগুলোই দুর্বল হয়ে পড়ে। ফলে পরে খাদ্য খাওয়া প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে ছোট হয়ে যায়। পুরুষ বাচ্চার দৈহিক বৃদ্ধি স্ত্রী বাচ্চার চেয়ে ২০-২৫ ভাগ বেশি হওয়ায় স্ত্রী বাচ্চা ছোট হয়। মিশ্রিত গ্রেডের বাচ্চা এক সাথে পালন করা। বিভিন্ন বয়সের মুরগির ডিম এক সাথে ফুটানো হলে পুলের ডিমের বাচ্চা ছোট হয়। ব্রুডিং পিরিয়ডে কাঙ্খিত তাপ না পাওয়া।

প্রতিকার : মিশ্রিত গ্রেডের বাচ্চা না কিনে একই এ বা বি গ্রেডের বাচ্চা কিনতে হবে। বাচ্চা ছোট-বড় দৃশ্যমান হওয়ার সাথে সাথে আলাদা করে বিশেষভাবে যত্ন নিতে হবে। কাáিক্ষত পরিমাণ খাদ্য ও পানির পাত্র দিতে হবে।

খামারিদের ওষুধ ব্যবহারের প্রবণতা : রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ উত্তম এ কথাটা মুরগি পালনের ক্ষেত্রে বেশি যুক্তিযুক্ত। অনেক খামারি জেনে না জেনে রোগ প্রতিরোধের জন্য বিভিন্ন ওষুধ খাওয়ান, যা মোটেও ঠিক না। অসুখ না হলে ওষুধ খাওয়ানো ঠিক নয়। রোগ প্রতিরোধের জন্য সময়মতো টিকা দিতে হবে। সুস্খ মুরগিকে রোগ প্রতিরোধের নামে ওষুধ খাওয়ানোর ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং বৃদ্ধি ব্যাহত হয়। এমনকি রোগ প্রতিরোধ শক্তিও কমে যেতে পারে। তাই প্রতিরোধের জন্য ওষুধ না খাইয়ে সময় মতো টিকা দিতে হবে।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৪, ২০২২ ৭:৪৬ অপরাহ্ন
রবিবার(৪ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৪/০৯/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৮০ (খুচরা)
সাদা ডিম=৯.২০ (খুচরা)

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.৩০
সাদা ডিম=৮.৬০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৯০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৪৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৩
লেয়ার সাদা=৩৫-৪০
ব্রয়লার=৩৫-৩৭

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.৬০
লাল(বাদামী) মাঝারি ডিম=৯.২০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৯.২০
সাদা ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=২৩৫/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৪
লেয়ার সাদা=৩৮-৪২
ব্রয়লার=৩৬-৩৮

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.২০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.৯০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=৩৫-৩৮

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৩৬/কেজি
সোনালী মুরগী=২৪৫/ কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৯০
সাদা ডিম=৯.৮০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫-২০
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৯.৪২
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
সোনালী মুরগী =২৪৫/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৯.২৭
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৯.৩০
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.৫০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৯.৪০
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.৩০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=২১৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০
ব্রয়লার=
হাইব্রিড সুপার=
সোনালী হাইব্রিড =

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৯.১০
সাদা ডিম=৮.৮০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজ
কালবার্ড লাল=২২০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৬

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=১০.২০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.৩০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৪, ২০২২ ২:০১ অপরাহ্ন
পোল্ট্রির খাবারের দাম বৃদ্ধিতে বিপাকে কোম্পানীগঞ্জের খামারিরা
পোলট্রি

পোল্ট্রির খাবারের দাম বৃদ্ধিতে লোকসানে পড়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার খামারীসহ সারাদেশের প্রান্তিক খামারিরা। যার ফলে অন্যান্য জেলার প্রান্তিক খামারিদের পাশাপাশি কোম্পানীগঞ্জের কয়েকশ পোল্ট্রি খামারি ক্ষতিগ্রস্থ হয়েছেন।

গত বছরের করোনার ক্ষতি সামাল দিতে না পেরে অনেকেই ঋণ নিয়ে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করে আরো লোকসানে পড়েছেন। অনেকেই খামার বন্ধ করে দিয়ে তাদের পেশা বদলে ফেলেছেন।

উপজেলা প্রাণি সম্পদ অফিস সূত্র জানায়, এ উপজেলায় ৩০হাজার ১৩২জন খামারী রয়েছে। এসব খামারে ব্রয়লার মুরগীর সংখ্যা ২লাখ ৮৮হাজার দুইশো টি, লেয়ার মুরগী ২লাখ ১২হাজারটি, সোনালী ৮০হাজার ৭শত ৪০টি, দেশী ২লাখ ৯০ হাজার ৯০০ টি, হাঁস ৭৪হাজার ৬শত ৯৮টি, কবুতর ১৬হাজার ৪শত ২০টি, কোয়েল ৩হাজার ১শত ৩০টি।

এদিকে সারাদেশে খামারি পর্যায় গড়ে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৩০টাকা কেজি দরে। অথচ এক কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি উৎপাদনে খরচ হচ্ছে ১৪০-১৪৫ টাকা।

খামারি পর্যায়ে মুরগির দাম কম হলেও ভোক্তা পর্যায়ে ১৬০-১৭০ টাকা দামে বিক্রি হচ্ছে ফার্মের মুরগি।এছাড়াও কেজিতে ২০-৪০ টাকা দাম বেড়ে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৬০-২৯০ টাকা, যা আগে ছিল ২৪০-২৫০ টাকা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বছর দুয়েক আগেও যে সকল পোল্ট্রি খামার বড় ছিলো সেগুলো ছোট করে ফেলেছেন খামারিরা। অনেকেই পোল্ট্রি খামারের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন।

খামারিরা অনেকে এ ব্যবসায় লোকসান গুণে বিদেশে পাড়ি জমাচ্ছেন।আবার কেউ কেউ পেশা পাল্টাচ্ছেন।কারো কারো ব্যাংকের ঋণের দায়ে ব্যাংকে রাখা বন্ধকি সম্পত্তি নিলামে উঠছে।

কোম্পানীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার তাসলিমা ফেরদৌসী বলেন, খাদ্য ও ঔষধের দাম বৃদ্ধিতে খামারীরা খুবই হতাশায় পড়েছেন। অনেকের খামার বন্ধ হয়ে গেছে। অনেক সময় সিন্ডিকেটের কারনেই খাদ্যের দাম বেড়ে যায়।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ৩, ২০২২ ৭:৫৩ অপরাহ্ন
শনিবার (৩ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০৩/০৯/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.৫০ (খুচরা)
সাদা ডিম=৯.০০ (খুচরা)

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৯.০০
সাদা ডিম=৮.৪০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৬০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=/কেজি
কালবার্ড সাদা=/কেজি
সোনালী মুরগী=২৪৫/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২২-২৩
লেয়ার সাদা=৩৫
ব্রয়লার=৩৫

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৯.২০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৮০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
সাদা ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=১৩৮/কেজি
কালবার্ড লাল=২৩৫/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৪
লেয়ার সাদা=৩৬-৪০
ব্রয়লার=৩৬-৩৭

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৯০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.৫০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=৩৫-৩৮

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী=২৪৫/ কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.৪০
সাদা ডিম=৯.৩০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫-২০
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.৩৫
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=৮.৫৬
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
সোনালী মুরগী =২৪৫/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=৮.৮৭
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৮৫
সাদা ডিম=
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৯.০০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৯.০০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৮০
ব্রয়লার মুরগী=১৬০/কেজি
কালবার্ড লাল=২১২/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৯.০০
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=৯.২০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=২১৫/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.৬০
সাদা ডিম=৮.৩০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=৯.১০
ব্রয়লার মুরগী=১৩৪/কেজ
কালবার্ড লাল=২২৫/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৬

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৮০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=/ কেজি
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২, ২০২২ ৭:০০ অপরাহ্ন
শুক্রবার (২ আগস্ট) পোল্ট্রি ও ডিমের সর্বশেষ পাইকারী বাজার দর
পোলট্রি

পোল্ট্রি পণ্য (ডিম ও মুরগীর) আজকের পাইকারী মূল্য(টাকা) নিন্মরুপ:-
তারিখ:০২/০৯/২০২২ ইং
★এখানে বর্ণিত পোল্ট্রি পণ্যের মূল্য মূলত : পোল্ট্রি খামারিদের প্রাপ্ত মূল্য।

ইউনাইটেড এগ(সেল পয়েন্ট)
লাল ডিম=৯.২০ (খুচরা)
সাদা ডিম=৮.৮০ (খুচরা)

ডাম্পিং মার্কেট-
লাল(বাদামী) ডিম=৮.৬০
সাদা ডিম=৮.০০

গাজীপুর:-
লাল(বাদামী)ডিম=৮.৩০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
কালবার্ড লাল=২১০/কেজি
কালবার্ড সাদা=১৫৫/কেজি
সোনালী মুরগী=/ কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=১৮-২৪
লেয়ার সাদা=
ব্রয়লার=৩৫-৩৬

ডায়মন্ডঃ-
লাল(বাদামী) বড় ডিম=৮.৯০
লাল(বাদামী) মাঝারি ডিম=৮.৫০

চট্টগ্রাম:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী=১৩৪/কেজি
কালবার্ড লাল=২৩৫/কেজি
সোনালী মুরগী=২৪৫/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০-২৪
লেয়ার সাদা=৩০-৩৪
ব্রয়লার=৩৫-৩৭

রাজশাহী:-
লাল(বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৬০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী =/কেজি

খুলনা:-
লাল(বাদামী) ডিম=৯.৩০
সাদা ডিম=

বরিশাল:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩০/কেজি
কালবার্ড লাল=২৫০/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি বাচ্চার দর:-
লেয়ার লাল =২০
ব্রয়লার=৩৫-৩৮

ময়মনসিংহ:-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৩৫/কেজি
সোনালী মুরগী=২৪৫/ কেজি

সিলেট=
লাল(বাদামী)ডিম=৯.০০
সাদা ডিম=৮.৯০
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =১৫-২০
লেয়ার সাদা =
ব্রয়লার =৩৪

রংপুর:-
লাল(বাদামী) ডিম=৮.১০
কাজী(রংপুর):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
লেয়ার লাল=
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

বগুড়া :
লাল(বাদামী)ডিম=৮.৪৫
ব্রয়লার মুরগী=১৫০/কেজি
সোনালী মুরগী =২৪০/কেজি
কাজী(বগুড়া):-
লাল(বাদামী) ডিম=
বাচ্চার দর:-
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

টাংগাইল :–
লাল(বাদামী) ডিম=৮.৪০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
সোনালী মুরগী=/কেজি

কিশোরগঞ্জ:-
লাল(বাদামী) ডিম=৮.৪০
ব্রয়লার মুরগী=/কেজি

নরসিংদী :-
লাল(বাদামী) ডিম=৮.৫০

সিরাজগঞ্জ :-
লাল(বাদামী) ডিম=৮.৫০
ব্রয়লার মুরগী=১৬০/কেজি
কালবার্ড লাল=২১২/কেজি
সোনালী মুরগী=২৫০/কেজি

ফরিদপুর :-
লাল(বাদামী) ডিম=৮.৫৫
কাজী(ফরিদপুর) :-
লাল(বাদামী) ডিম=
ব্রয়লার মুরগী=১৪০/কেজি
লেয়ার মুরগী=২১৫/কেজি
সোনালী মুরগী=২৪০/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল=২০
ব্রয়লার=
হাইব্রিড সুপার=৪৬
সোনালী হাইব্রিড =৪৩

পাবনা :-
লাল(বাদামী)ডিম=৮.১০
সাদা ডিম=৭.৯০

নোয়াখালী:-
লাল(বাদামী)ডিম=
ব্রয়লার মুরগী=/কেজ
কালবার্ড লাল=/কেজি
সোনালী মুরগী=/কেজি
বাচ্চার দর:-
লেয়ার লাল =
লেয়ার সাদা =
ব্রয়লার =

পিরোজপুর (স্বরুপকাঠী:-
লাল(বাদামী) ডিম=৮.৩০
সাদা ডিম=৮.০০
ব্রয়লার মুরগী =/কেজি

যশোর :-
লাল(বাদামী) ডিম=৯.৬০

কুমিল্লা:-
লাল (বাদামী) ডিম=৮.৬০
ব্রয়লার মুরগী=১৩৫/ কেজি
কালবার্ড লাল=২৪০/কেজি
সোনালী মুরগী=২৬০/কেজি

কক্সবাজার :-
লাল (বাদামী) ডিম=৮.০০
সাদা ডিম=৭.৭০
ব্রয়লার মুরগী =/কেজি
সোনালী মুরগী =/কেজি

একটি যৌথ উদ্যোগ: বাংলাদেশ পোল্ট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ (বি.পি.কে.আর.জে.পি) এবং পোল্ট্রি প্রফেশনাল’স বাংলাদেশ(পিপিবি)।

শেয়ার করুন

প্রকাশ : সেপ্টেম্বর ২, ২০২২ ২:২৩ অপরাহ্ন
পোল্ট্রি শিল্পের সুরক্ষায় ছয় সুপারিশ
পোলট্রি

বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) ২০২১ সালের পরিসংখ্যান অনুযায়ী, পোল্ট্রি শিল্পে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিনিয়োগ আছে। দেশে পোল্ট্রি শিল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ শ্রমিক জড়িত। তাই, এই শিল্প রক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে প্রান্তিক খামারি ও কৃষকদের সহজে ব্যাংক ঋণপ্রাপ্তি নিশ্চিত করা, আপদকালীন প্রণোদনা দেওয়া, মধ্যস্বত্বভোগীদের প্রভাব বন্ধ করা, কৃষকদের আধুনিক ও উন্নত প্রযুক্তির ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া, খামারিদের উৎপাদন প্রক্রিয়ায় দক্ষতা অর্জনে প্রশিক্ষণ প্রদান, প্রান্তিক খামারিদের বীমার আওতায় আনা জরুরি।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘পোল্ট্রিটেক বাংলাদেশ: ডাচ-বাংলাদেশ জ্ঞান বিতরণ’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এসব সুপারিশ করা। পোল্ট্রি টেক বাংলাদেশ, ব্রিডার অ্যাসোসিয়েশন বাংলাদেশ (বিএবি) ও ফিড ইন্ডাস্ট্রিজ অব বাংলাদেশ যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠান সঞ্চালনা করেন নেদারল্যান্ডসভিত্তিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লারিভ ইন্টারন্যাশনালের পরিচালক ম্যাথিস ব্রিনেন ও দেশের কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনারসের পরিচালক জাহিদুল আমিন।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন—নওরিশ পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেডের পরিচালক শামসুল আরেফিন, আফতাব বহুমুখী ফার্মের ব্যবস্থাপনা পরিচালক আবু লুৎফে ফজলে রহিম খান, ব্রিডার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসানুজ্জামান প্রমুখ। উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পোল্ট্রি জিনেটিসিস্ট ড. বিবেক রায়। এতে বিভিন্ন পোল্ট্রি অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যসহ ৪৫ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।

আবু লুৎফে ফজলে রহিম খান বলেন, ‘বিভিন্ন সাংস্কৃতিক উৎসব-অনুষ্ঠানের কারণে বাংলাদেশে প্রোটিন গ্রহণের চাহিদা তুলনামূলক বেশি। মানুষের কী পরিমাণ প্রোটিনের চাহিদা আছে, সেটা ভালভাবে বোঝার জন্য একটি ভোক্তা বেসলাইন স্টাডি জরুরি।’

মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের দেশের বাজারগুলোতে সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা নেই। তাই, বাজারে জীবিত মুরগি বিক্রি বন্ধে নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নেওয়া দরকার। এই পদক্ষেপ নিরাপদ খাদ্য নিশ্চিতে ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব বেশি। এ কারণে মূল উৎপাদনকারীরা ন্যায্য মূল্য পাচ্ছে না। ফলে, ক্রেতারাও কম দামে মাছ-মুরগি কিনতে পাচ্ছেন না। বাজারে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমলে খুচরা বাজারে পোল্ট্রি পণ্যের দামও কমবে।

প্রসঙ্গত, পোল্ট্রিটেক বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় একটি কর্মসূচি, যা বাংলাদেশের এই সম্ভাবনাময় খাতকে শক্তিশালী করতে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। ল্যারিভ ইন্টারন্যাশনাল এবং লাইটক্যাসল পার্টনারস—এই দুই কনসালট্যান্ট প্রতিষ্ঠান অংশীদারত্বের ভিত্তিতে নেদারল্যান্ডস সরকারের অর্থায়নে কয়েক বছর ধরে পোল্ট্রি শিল্পের প্রকল্প পরিচালনা ও বাস্তবায়নে কাজ করছে।

অনুষ্ঠানে জানানো হয়, এই শিল্প গ্রামীণ পর্যায়ে বিপুল সংখ্যক নারীসহ অনেক মানুষের কর্সংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৯০ হাজার থেকে ১ লাখ পোল্ট্রি খামার আছে।
রাইজিং বিডি

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop