যশোরে কৃষকের জমির শিম গাছ কেটে দিল দুর্বৃত্তরা
পাঁচমিশালি
যশোরের চৌগাছা উপজেলায় তরিকুল ইসলাম নামের এক কৃষকের দেড় বিঘা জমির শিম গাছ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ওই কৃষক।
এ ঘটনায় কৃষক তরিকুল ইসলাম চৌগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ।
তরিকুল ইসলাম বলেন, উপজেলার নারায়ণপুর ইউনিয়নের হাজরাখানা মাঠে চৌগাছা-মহেশপুর সড়কের পাশে দেড় বিঘা জমিতে শিম চাষ করেছিলেন তিনি। প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার সকালে তিনি, তার স্ত্রী ও মাঠ পরিচর্যাকারী খেত পরিচর্যার জন্য গিয়ে দেখতে পান, সব গাছ কেটে ফেলা হয়েছে। দুর্বৃত্তরা খেতের ২০-২৫টি বেডের মধ্যে ৩-৪টি বেড ছাড়া সব শিমগাছ কেটে দিয়েছে। ইতোমধ্যে গাছগুলো শুকাতে শুরু করেছে।
গতকাল বুধবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে বলে ধারণা করছেন তারা।
তরিকুল ইসলাম আরও বলেন, ‘খেতে এখন পর্যন্ত সার বাবদ ৫০ হাজার টাকার মত খরচ হয়েছে। হাটে দেড় মণ শিম বিক্রির জন্য আড়তে কথাও হয়েছিল। আগামী সোমবার থেকেই ৫-৬ মণ করে শিম তুলতে পারতাম। সংঘবদ্ধ কোনো চক্র রাতে এ গাছ কেটেছে।’
‘আমার কোনো শত্রু নেই। কারও সঙ্গেই আমার দ্বন্দ্ব নেই। কে, কেন এ ক্ষতি করল বুঝতে পারছি না। আমি সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’
স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান বলেন, ‘তরিকুল রাজনীতির সঙ্গে জড়িত নন। কারো সঙ্গে ঝগড়া-বিবাদের কথাও শুনিনি কখনো। মাঠই তার ধ্যান-জ্ঞান। যে-ই এ ঘটনা ঘটাক, তার শাস্তি হওয়া দরকার।’
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বলেন, ‘তরিকুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’