১২:৫৩ পূর্বাহ্ন

রবিবার, ১৭ নভেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : মে ২৮, ২০২১ ৫:৪১ অপরাহ্ন
সোনালী মুরগির দাম কমলেও বেড়েছে সবজির দাম!
পাঁচমিশালি

রাজধানীর বাজারগুলোতে কমেছে সোনালী মুরগির দাম। লাল লেয়ার মুরগির থেকেও এখন কম দামে পাওয়া যাচ্ছে সোনালী মুরগি। তবে বেড়েছে সব ধরণের সবজির দাম।

শুক্রবার (২৮ মে) রাজধানীর বিভিন্ন এলাকায় এমনটি দেখা যায়।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সবজির চাহিদা বাড়লেও সরবরাহ বাড়েনি। বরং কিছু কিছু সবজির সরবরাহ কমে গেছে। এসব কারণে দাম কিছুটা বেড়েছে। অন্যদিকে, সোনালী মুরগির দাম কমার বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন, ঈদের পর থেকেই সোনালী মুরগির দাম কমছে। দফায় দফায় দাম কমে এই মুরগির দাম কেজিপ্রতি লেয়ার মুরগির চেয়েও কমে গেছে।

তারা বলছেন, সোনালী মুরগির দাম সাধারণত লেয়ার মুরগির প্রায় দ্বিগুণ থাকে। কিন্তু এখন সোনালী মুরগির দাম কমলেও লেয়ারের দাম কমেনি। সেই সঙ্গে অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগির দাম।

দেখা যায়, ব্যবসায়ীরা আগের সপ্তাহের মতো ব্রয়লার মুরগির কেজি ১৪০ টাকায় বিক্রি করছেন। লাল লেয়ার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৪০ টাকা। আর সোনালী মুরগির কেজি বিক্রি হচ্ছে ২১০ থেকে ২৩০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৩০ থেকে ২৫০ টাকার মধ্যে।

এদিকে, সবজি বাজারে দেখা গেছে, বাজারে আগের মতো ফুলকপির পিস বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়। বেগুনের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়। সপ্তাহের ব্যবধানে বেড়েছে শসা, বেগুন, পটল, ঢেঁড়সের দাম। মানভেদে শসার কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। পটলের কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা। ঢেঁড়সের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়।

দামবৃদ্ধির এ তালিকায় রয়েছে বরবটি, কাঁচকলা, পাকা টমেটো, গাঁজর। গত সপ্তাহে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া বরবটির দাম বেড়ে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ৩০ টাকা হালি বিক্রি হওয়া কাঁচকলার দাম বেড়ে ৪০ টাকা হয়েছে। গাজরের দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৫০ থেকে ৬০ টাকা। পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৩০ থেকে ৪০ টাকা।

এছাড়া, ঝিঙে আগের মতো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। এক কেজি কচুর লতি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। পেঁপের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। উস্তের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা।

শেয়ার করুন

প্রকাশ : মে ২২, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ন
আম কুড়াতে গিয়ে পুকুরে পড়ে ভাই-বোনের মৃত্যু!
পাঁচমিশালি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আম কুড়াতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে দুই খালাতো ভাই ও বোনে আশিকুর রহমান (৭) এবং মুক্তি খাতুন (৮) এর মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তারাটিয়া গ্রামে চেয়ারম্যান আব্বাস-উজ-জামানের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুক্তি খাতুন উপজেলার তালম ইউনিয়নের মোক্তার হোসেনের মেয়ে ও তার খালাতো ভাই কাজিপুর উপজেলার সোনামুখি গ্রামের নুকুল হোসেনের ছেলে আশিকুর রহমান।

তালম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, সন্ধ্যায় ঝড় শুরু হলে দুই খালাতো ভাই ও বোন পুকুরপাড়ে আম কুড়াতে যায়। এসময় অসাবধানতাবশত তারা পা পিছলে পুকুড়ে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুজনের লাশ পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক জানান, নিহত দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ২০, ২০২১ ৬:৪৪ অপরাহ্ন
পূর্বধলায় চোরাই গরুসহ আটক-১
পাঁচমিশালি

নেত্রকোনার পূর্বধলায় একটি চোরাই গরুসহ চন্দন তালুকদার (৩৫) নামের এক ব্যক্তিকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেছে।

বৃহস্পতিবার (২০ মে) সকালে এই ঘটনা ঘটে। আটককৃত চন্দন তালুকদার উপজেলা সদর ইউনিয়নের আতকাপাড়া গ্রামের আ. রহমান তালুকদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার (১৯ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ওই চোর তার পাশের বাড়ির জোনায়েদ হোসেন ওরফে জনির গোহাল ঘর থেকে ৩০ হাজার টাকা মূল্যের একটি বকনা গরু চুরি করে নিয়ে যায়।

পরে ওই চোরাই গরুটি বৃহস্পতিবার সকালে চন্দন বিক্রির উদ্দেশ্যে বাজারে নেয়ার সময় পথে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের জামাইকোনা গ্রামে স্থানীয় লোকজন তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করে।

পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. নাজিম উদ্দিন জানান, গরুসহ চোরকে আটক করা হয়েছে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে পূর্বধলা থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ২০, ২০২১ ১১:১৬ পূর্বাহ্ন
বাগানে আম কুড়াতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার নারী!
পাঁচমিশালি

কুমিল্লার বুড়িচংয়ে গভীর রাতে ঝড়ের পরে বাগানে আম কুড়াতে গেলে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় অভিযোগের পর ধর্ষণে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ মে) উপজেলার ষোলনল ইউনিয়নের ইন্দ্রবতী গ্রামের পোদ্দার বাড়িতে এই নারীর মুখ বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।

বুড়িচং থানা পুলিশ তদন্ত পরিদর্শক মো. মাসুদ খাঁন ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করেন নির্যাতিতা ওই নারী। গত মঙ্গলবার রাত আনুমানিক আড়াইটার দিকে ঝড়ের পরে আম কুড়াতে বের হয় ওই নারী। আম কুড়ানোর এক পর্যায়ে বাড়ির পাশের বাগানে প্রবেশ করলে ৪ জন ভুক্তভোগীর ওড়না দিয়ে মুখ বেঁধে হাত-পা চেপে ধরে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার (১৯ মে) সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে বুড়িচং থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে পুলিশ।

তদন্ত পরিদর্শক মো. মাসুদ জানান, অভিযোগের পরপরই অভিযান চালিয়ে বুড়িচং উপজেলার বেড়াজাল এলাকার মৃত আকমত আলীর ছেলে আ. রহিম (৩২), বুরবুরিয়া গ্রামের সিরাজ (সিরু) মিয়ার ছেলে স্বপন (৩৫) ও রংপুর জেলার গঙ্গানগর উপজেলার মন্ডলপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মমতাজ উদ্দিনকে (৩৫) আটক করা হয়েছে।

আটককৃত আসামিরা দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি প্রদান করেছে। বিজ্ঞ আদালত আসামিদের জেল হাজতে পাঠিয়েছেন। জড়িত অপর এক আসামি পলাতক রয়েছে। ভুক্তভোগীকে চেকআপের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৯, ২০২১ ৩:২২ অপরাহ্ন
আমেরিকার চাকরি ছেড়ে দেশে গরুর দুধের ব্যবসা, মাসিক আয় ৪০ কোটি!
পাঁচমিশালি

আমেরিকার বিপুল আয়ের চাকরি ছেড়ে দেশে ফিরে আসেন কর্ণাটকের ছেলে। তিনি আমেরিকার একটি নামজাদা সংস্থায় মোটা টাকায় কাজ করেছেন ৬ বছর ধরে। সেই সব ছেড়ে আসেন নিজ দেশে। আর এসেই শুরু করেন গরুর দুধের ব্যবসা৷ ২০১২ সালে মাত্র ২০ টি গরু দিয়ে শুরু করে এখন তাঁর মাসিক আয় ৪০ কোটি টাকা।

নিউজ১৮.বাংলা এর সূত্র মতে জানা যায়, গরুর দুধ দোয়ানের কাজও করতেন এই ব্যবসায়ীর পরিবারের সকলে৷ এইভাবেই ক্রেতাদের দারজায় দরজায় প্রতিদিন পৌঁছে দিতেন দুধ৷ এরপর কেনা হয় দুধ মজুত রাখার জন্য বিশেষ ফ্রিজ৷ যার ফলে দুধ জমিয়ে রাখতে পারতেন তাঁরা৷ ধীরে ধীরে ব্যবসার প্রসার ঘটে৷ ছেলের নাম সিদ্ধার্থ, সেই নামের সঙ্গে মিলিয়ে এই দুধের ব্যবসার নাম রাখা হয় সিডস ফার্ম৷

২০১৮ নাগাদ তাঁদের খদ্দের ছিল ৬হাজার৷ যা মূলত হায়দরাবাদ ও তার আশপাশেই ছিল৷ এখন এই ব্যবসা ফুলে ফেপে উঠেছে৷ ১২০জন কর্মী কাজ করেন এই সংস্থায়৷ মাসের আয় প্রায় ৪০ কোটি টাকা৷ এবং খদ্দের সংখ্যা ১০হাজারেরও বেশি৷

এখন সাফল্য এলেও, শুরুর দিনগুলো ছিল বেশ কঠিন৷ নিজেরা গিয়ে গিয়ে অন্যদের বাড়িতে দুধ দিয়ে আসতে হত তাদের৷ পরিবারের সঞ্চিত সব টাকাই ঢালতে হয়েছিল এই ব্যবসায়৷ শুরুতে ১ কোটি টাকা বিনিয়োগ করতে হয়৷ পরের বছর আবার ২ কোটি বিনিয়োগ করতে হয়৷ আস্তে আস্তে লাভের মুখ দেখেন আইআইটির প্রাক্তনী৷ এরপর ২০১৮-এ নিজের ব্যবসা আরও বড় করতে ১.৩ কোটি লোন পান তিনি৷

গরু ও মোষের দুধ দিয়ে ব্যবসা শুরু করলেও, এখন এই ব্যবসা অনেক দূর এগিয়েছে৷ নানা ধরণের দুগ্ধজাত পণ্য বিক্রি হয়৷ দুধ, ঘি, মাখন, পনির সবই মেলে এখানে৷ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে কাজ হয় সিডস ফার্মে৷ যদিও কোভিড ও লকডাউন পরিস্থিতিতে কিছুটা হলেও মার খেয়েছে ব্যবসা, তবে তাতে কোনও সমস্যা হয়নি ব্যবসায়ীর৷ নিজের কাজ তিনি নিজে করে চলেছেন এবং অনেক যুবদের আদর্শ হয়ে উঠেছেন এই ব্যবসা প্রতিষ্ঠিত করে৷

শেয়ার করুন

প্রকাশ : মে ১৯, ২০২১ ১০:০১ পূর্বাহ্ন
কুমিল্লায় গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেলো কৃষক
পাঁচমিশালি

কুমিল্লার হোমনায় গরু নিতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষক আব্দুল মোমেন চান্দেরচর ইউনিয়নের সীতারামপুর গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চান্দেরচর ইউপির চেয়ারম্যান আবুল বাশার।

চেয়ারম্যান আবুল বাশার জানান, আকাশে মেঘ দেখে মোমেন গরু নেয়ার জন্য বাড়ির পাশের জমিতে যান। সেখানে বজ্রপাত হলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৯, ২০২১ ৯:৪৭ পূর্বাহ্ন
কিশোরগঞ্জে হাওর থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মৃত্যু
পাঁচমিশালি

কিশোরগঞ্জের নিকলীতে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো. আরিফুল ইসলাম (১৭) নামে এক কিশোর রাখালে প্রাণহানি হয়েছে। নিহত আরিফুল ইসলাম গুরুই ইউনিয়নের বেতি নোওয়াগাঁও এলাকার মিয়া চাঁনের ছেলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গুরুই ইউনিয়নের পার্শ্ববর্তী বিয়াতিরচর হাওরে বজ্রপাতে মৃত্যুর এঘটনা ঘটে।

নিকলী উপজেলার গুরুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবু তাহের এবং নিকলী থানার ওসি মো. শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আরিফুল ইসলাম গুরুই ইউনিয়নের বিয়াতিরচর হাওর থেকে গরু আনতে যায়। এসময় প্রচণ্ড ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। এসময় আরিফুল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৮, ২০২১ ১১:২৩ অপরাহ্ন
কলাপাড়ায় লবণ পানিতে মরে গেছে মাছ, ছড়াচ্ছে দুর্গন্ধ!
পাঁচমিশালি

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে লবণ পানি ঢুকে একটি খালের মাছ মরে যাওয়ায় দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। আর এতে করে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের মাস্টারবাড়ি স্টেশন সংলগ্ন গোলমইয়ার খালে বিভিন্ন প্রজাতির মাছ মরে পঁচে ছড়াচ্ছে দুর্গন্ধ।

এলাকাবাসীর তথ্যমতে, শুক্রবার (১৪ মে) ঘটনা ঘটলেও প্রশাসনের পক্ষ থেকে সমস্যা সমাধানের কোন পদক্ষেপ নেওয়া হয়নি এখনও।

পার্শ্ববর্তী গ্রামের সামসু গাজী বলেন, প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করি। যাতায়াতের সময় নাকে কাপড় দিয়ে চলতে হচ্ছে। খালের পাড়ে বসবাসকারী পরিবারগুলোও একই অভিযোগ। তারা বলেন, পঁচা মাছের দুর্গন্ধে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা এই দুরাবস্থা থেকে মুক্তি চেয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

পায়রা মৎস্য চাষ সমবায় সমিতি লইমটেডের অন্যতম সদস্য সমীর কর্মকার বলেন, নীলগঞ্জ ইউনিয়নের গোল মইয়ার খালে আমাদের সমিতির নামে এ ঘেরটি রয়েছে। ডিসি অফিস থেকে সমিতির নামে ডিসিআর নিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখানে মাছ চাষ করে আসছি। কেউ শত্রুতা করে লোনা পানি ঢুকিয়ে মাছ মেরে ফেলেছে।

পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য আমরা যতদূর সম্ভব বড় বড় মাছগুলো সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছি। এখনো অনেক ছোট আকারের মরা মাছ রয়েছে যা আমরা সরাতে পারিনি।

নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ বলেন, মাছগুলো কেন, কী কারণে মারা যাচ্ছে জানি না। তবে পঁচা মাছগুলো দ্রুত অপসারণ করা হবে বলে তিনি জানান।

কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, নীলগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৮, ২০২১ ৬:০৭ অপরাহ্ন
সীমান্তে ভারতীয় চোরাই গরু উদ্ধার করলো বিজিবি
পাঁচমিশালি

ভারত থেকে অবৈধ পথে বাংলাদেশে আসা খাগড়াছড়ির মাটিরাঙ্গার সীমান্তবর্তী শান্তিপুর বিওপি এলাকা থেকে আটটি ভারতীয় গরু উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি।

সোমবার (১৭ মে) ভোরের দিকে শূন্য লাইন হইতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সিদ্দিক টিলা নামক এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮টি গরু উদ্ধার করে। তবে আটক করা যায়নি জড়িত কোন চোরাকারবারীকে।

গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বিজিবি পলাশপুর জোন শান্তিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোশারফ হোসেনের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ বিশ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

৪০ বিজিবি’ (পলাশপুর জোন) অধিনায়ক লে. কর্নেল মো. সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি জানান, সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতীয় গরু করে নিয়ে আসছে চোরাকারবারিরা। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে তারা গরুগুলো রেখে ফেলে পালিয়ে যায়। এসময় মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সৈয়দ সালাহ উদ্দিন নয়ন পিএসসি জানান, বর্তমানে গরুগুলো শান্তিপুর বিওপিতে রয়েছে। উদ্ধারকৃত ভারতীয় গরুগুলো কাস্টম অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

প্রকাশ : মে ১৮, ২০২১ ২:২৪ অপরাহ্ন
গরুর ধান খাওয়া বিবাদে যুবককে কুপিয়ে হত্যা!
পাঁচমিশালি

গোপালগঞ্জে গরুর ধান খাওয়া নিয়ে বিরোধে শরিফুল ইসলাম হেলাল (৩২) এক যুবককে কুপিয়ে হত্যা করেছে একদল লোকজন। তিনি ওই গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ফেরদাউস আলম মনার ছেলে। এলাকায় ভলিবল ও কাবাডি খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন শরিফুল।

সোমবার দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হিরণ্যকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, শরিফুল ইসলাম হেলালের ফুফাত ভাই ইমরুল খোন্দকারের গরু স্থানীয় সেকেন্দার মৃধার জমির ধান খায়। এ নিয়ে কয়েকজন যুবক ইমরুলকে বেদম মারপিট করে। এই ঘটনার খবর পেয়ে হেলাল ঘটনাস্থলে যাচ্ছিলেন।

“পথে হিরণ্যকান্দি গ্রামের দক্ষিণপাড়া ব্রিজের কাছে হেলালকে একা পেয়ে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হেলালকে মারাত্মক আহত করে।”
পরে স্থানীয়রা তাকে কাশিয়ানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এই ঘটনায় শহিদুল তালুকদার নামের একজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop