৯:৩৩ অপরাহ্ন

বুধবার, ২৫ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • হাটহাজারীতে এমএসটিএল কর্ণফুলীর সুষম সার সুপারিশ কার্ড বিতরণ, ভেজাল সার শনাক্তকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ads
প্রকাশ : নভেম্বর ২৩, ২০২৪ ৩:৫৩ অপরাহ্ন
হাটহাজারীতে এমএসটিএল কর্ণফুলীর সুষম সার সুপারিশ কার্ড বিতরণ, ভেজাল সার শনাক্তকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কৃষি গবেষনা

হাটহাজারী প্রতিনিধি : ‘মাটি পরীক্ষা করে সুষম সার প্রয়োগ করুন, অধিক ফসল ঘরে তুলুন’ স্লোগানকে সামনে রেখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট সারাদেশে ১০টি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগারের রবি-২৪ কৃষক সেবা কার্যক্রম শুরু করেছে। কৃষক পর্যায়ে উদ্বুদ্ধকরনের অংশ হিসেবে হাটহাজারী উপজেলা পরিষদ চত্ত্বরে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট,বিভাগীয় গবেষণাগার চট্টগ্রামের আয়োজনে এবং হাটহাজারী উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) “কর্ণফুলী” কর্তৃক কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষার ভিত্তিতে তৈরিকৃত সার সুপারিশ কার্ড বিতরণ, কার্ড ব্যবহারের নির্দেশনা,ভেজাল সার শনাক্তকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, চট্টগ্রাম বিভাগীয় গবেষণাগারের প্রধান ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী কৃষিবিদ ড. এন.এম.জাহাঙ্গীর এবং সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: আল মামুন শিকদার।

বৈজ্ঞানিক কর্মকর্তা ও টীম কর্ণফুলীর সদস্য কৃষিবিদ মো: আবুল বাশারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন MSTL কর্ণফুলীর দলনেতা কৃষিবিদ মো: রায়হানুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: রাশিদ শাহরিয়ার রিপন, টীম কর্ণফুলীর সদস্য মো: আফনান হোসাইন চৌধুরী প্রমুখ। প্রধান অতিথি ও মূখ্য আলোচক ড.এন.এম.জাহাঙ্গীর মাটি সৃষ্টির ইতিহাস, মাটির রহস্য, মাটির ভৌত- রাসায়নিক গুণাবলী,পাহাড়ি মাটির বিশেষ বৈশিষ্ট্য, বিভিন্ন ফসলের উপযোগিতা, মাটির গুণাগুণ, মাটি পরীক্ষার গুরুত্ব, মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, মাটির স্বাস্থ্য ব্যবস্থাপনা, ভেজাল সার শনাক্তকরণ, ভেজাল সার চিনার উপায়, ভেজাল সারের কুফল এবং সুষম সার ব্যবহার করে অর্থ সাশ্রয়সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও ট্রেনিং সেশন পরিচালনা করেন। অন্যান্য বক্তারা মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাটি পরীক্ষার প্রয়োজনীয়তা, মাটির প্রাণ জৈব সারের পর্যাপ্ত ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সারের যথেচ্ছা ব্যবহার হ্রাস এবং সুষম সার ব্যবহারের উপর গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। সার সুপারিশ কার্ড কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন টীম লিডার মো: রায়হানুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার মো: আল মামুন শিকদার কৃষক পর্যায়ে সরাসরি ভ্রাম্যমাণ ল্যাব কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং হাটহাজারী উপজেলা কৃষি অফিসকে সিলেকশন করার জন্য এসআরডিআই এর নবনিযুক্ত মহাপরিচালক ড.বেগম সামিয়া সুলতানাকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে হাটহাজারীবাসী আরও বেশি মাটির সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষকের দোরগোড়ায় মৃত্তিকার সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চলমান এই কর্মসূচিকে কৃষাণ কৃষাণী, উদ্যোক্তারা স্বাগত জানান এবং অন্যান্য কৃষকদেরকেও তারা মাটি পরীক্ষা করে সার দেওয়ার জন্য পরামর্শ দিবেন বলে আশ্বস্থ করেন। মাটি পরীক্ষা করে সার দিলে সারের অপচয় রোধ হয়, ফলন ১৫-২০% বৃদ্ধি পায়, জমির স্বাস্থ্য ভালো থাকে, পরিবেশও ভালো থাকে, মাটি দূষণ, পানি দূষণ থেকে রক্ষা পাওয়া যায়।কৃষক পর্যায়ে সচেতনতা তৈরি করতে MSTL কর্ণফুলীর রবি মৌসুমের কার্যক্রম চট্টগ্রাম বিভাগের ৬ টি উপজেলা ফটিকছড়ি, হাটহাজারী, পুটিয়া,বান্দরবান সদর, চকোরিয়া, কক্সবাজার সদরে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। মাত্র ২৫ টাকার বিনিময়ে মাটি পরীক্ষার এই সুবর্ণ সুযোগ পাচ্ছেন চাষীরা যার প্রকৃত খরচ ৪৪৩ টাকা যা সরকার ভর্তুকি দিচ্ছেন। অল্প সময়ে ভ্রাম্যমাণ ল্যাবে মাটি পরীক্ষার সুযোগ পেয়ে চাষীরা আনন্দিত, উচ্ছ্বসিত।

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop