গোপালগঞ্জে বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি
কৃষি বিভাগ
সাম্প্রতিক বৃষ্টিতে গোপালগঞ্জে ১০ হাজার হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এছাড়া বৃৃৃষ্টির পানিতে ডুুবে গেছে ইরি-বোরো ধানের বীজতলা। কৃষি বিভাগে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
গোপালগঞ্জে চলতি রবি মৌসুমে ৭৫ হাজার হেক্টর জমিতে ইরি বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সে অনুযায়ী বীজতলাও প্রস্তুত করেছিলেন কৃষক। সম্প্রতি টানা তিন দিনের বৃষ্টিতে বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতির মুখে পড়েছে কয়েক হাজার হেক্টর আবাদি জমিও।
চলতি মৌসুমে ১০ হাজার হেক্টরের বেশি জমির ফসল ঘরে তোলার অপেক্ষায় ছিলেন চাষিরা। এর মধ্যে আট হাজার হেক্টর জমির ফসলই ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতি হয়েছে বীজতলার। ৩শ’ ২২ হেক্টর জমির বীজতলা পানিতে ডুবে গেছে।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায় জানালেন, তিনদিনের এই বৃষ্টিতে জেলার প্রায় ৫৩ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর ক্ষতির পরিমাণ ৮০ কোটি টাকা হতে পারে।
তিনি বলেন, ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় ইরি বোরো ধানের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়া নিয়েও শঙ্কা রয়েছে ।