৪:৫৫ অপরাহ্ন

বুধবার, ২২ জানুয়ারী , ২০২৫
ads
ads
শিরোনাম
  • হোম
  • জেলেদের জালে আটকে মারা পড়ছে পাখি
ads
প্রকাশ : ডিসেম্বর ৯, ২০২১ ১২:২৯ অপরাহ্ন
জেলেদের জালে আটকে মারা পড়ছে পাখি
প্রাণ ও প্রকৃতি

কুয়াকাটার অদূরে গভীর বঙ্গোপসাগরে জেগে ওঠা চর বিজয়ে মাছ শিকারের জন্য পেতে রাখা অবৈধ জালে আটকা পড়ে মারা যাচ্ছে পাখি। জেলেদের অসচেতনতার কারণে এভাবে পাখি মারা পড়ায় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটনকেন্দ্র কুয়াকাটা থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে সাগরের বুকে জেগে উঠেছে চর বিজয়। পাঁচ হাজার একর আয়তনের এ চরের অধিকাংশ এলাকা বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে। তবে শীত মৌসুমে জেগে ওঠে এই চর। ২০১৭ সালের ডিসেম্বরে পর্যটকেরা এই চরে আসেন এবং এটির নাম দেন ‘চর বিজয়’। শীত মৌসুমে জেলেরা এখানে এসে জাল পেতে মাছ ধরেন। তখন তাঁরা এখানে অস্থায়ী ঘরও তৈরি করেন।

এবার শীত মৌসুমের শুরুতেই এই চরে জেলেদের উপস্থিতি বেড়েছে। জেলেরা চরের চারপাশে খুটাজাল পেতে মাছ শিকার করছেন।

কয়েকজন পর্যটক চর বিজয় থেকে ফিরে এ তথ্য দিয়েছেন। তাঁদেরই একজন আরিফুর রহমান জানান, চরে পেতে রাখা জালে আটকে পড়া মরা পাখি দেখা গেছে। জেলেরা মৃত সেই পাখিগুলোকে সৈকতেই ফেলে দিচ্ছেন। মরা পাখি পচে চরে দুর্গন্ধ ছড়াচ্ছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, পর্যটন মৌসুমে পর্যটকেরা ট্রলার নিয়ে মাঝেমধ্যে চর বিজয় দেখতে যান। জেলেদের জালে আটকে প্রতি মাসে কম পক্ষে ২০–২৫টি পাখি মারা যাচ্ছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জগৎবন্ধু মণ্ডল বলেন, ‘দুই বছর আগে থেকেই চর বিজয়কে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওখানে কারোরই যাওয়ার কথা নয়। আমরা এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি। যাঁরা এ কাজে জড়িত, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop