ঝালকাঠির নদীতে দেখা নেই ইলিশের, দুশ্চিন্তায় জেলেরা
মৎস্য
ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে ইলিশের উৎপাদন বাড়লেও ইলিশ মৌসুম ছাড়া বছরের বাকি সময় তারা মাছ পাচ্ছেন না জেলেরা। যা মিলছে তার অধিকাংশই জাটকা। এতে দুশ্চিন্তায় দিন কাঁটছে জেলেদের। তাদের জীবিকা মূলত ইলিশ কেন্দ্রিক নির্ভর হওয়ায় সংকটে দিন কাটছে তাদের।
ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদী ইলিশের জন্য প্রসিদ্ধ। গত ১০ বছরে এই দুই নদীতে বেড়েছে ইলিশের উৎপাদন। জেলার কয়েক হাজার জেলে পরিবারের অর্থনীতির চাকা ঘোরে এই দু’টি নদীতে ইলিশ মাছ ধরে।
জেলে মাকসুদ জানান, বিশখালী নদীর বুকে চর জেগে ওঠায় গেলো কয়েকমাস যাবৎ তাঁরা ইলিশ কম পাচ্ছেন।
জেলেরা জানালেন, তাদের পেশা মূলত ইলিশনির্ভর। নদীতে ইলিশ না পাওয়ায়, অভাবে দিন কাটছে তাদের।
ঝালকাঠি জেলা মৎস্য কর্মকতা রিপন কান্তি ঘোষ বলেন, সুগন্ধা ও বিশখালী নদীতে দিন দিন ইলিশের উৎপাদন বাড়ছে। তবে বর্তমান সংকটের বিষয়টি তার জানা নেই।
মৎস্য বিভাগের তথ্যমতে, জেলায় ২০১১ সালে ইলিশ উৎপাদন ছিলো ৭৬০ মেট্রিক টন। ২০২০ সালে তা বেড়ে হয়েছে ১১শ’ মেট্রিক টন।