দেশের আট বিভাগে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা
পাঁচমিশালি
রাজশাহী, ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়ার সাথে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, পাবনা, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃমি যা অস্থায়ীভাবে (৩০-৪০) কিমি/ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
আগামী ৭২ ঘন্টায় দেশের আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
মাইজদীকোর্টে সর্বোচ্চ ৫৯ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়।এছাড়া ফেনীতে ৫২, চট্টগ্রামে ৩৩, ফরিদপুরে ১১, হাতিয়া ও পটুয়াখালীতে ১০,ঈশ্বরদীতে ০৯, বরিশালে ০৮, কক্সবাজারে ০৬, সীতাকুণ্ড, টেকনাফ ও বদলগাছীতে ০৫, রাঙ্গামাটি ও সৈয়দপুরে ০৪ মিলিমিটার ও দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার যশোরে সর্বোচ্চ ৩৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম ও কুতুবদিয়ায় সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৫ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিট।