বাণিশান্তায় পরিবেশবান্ধব কৃষি মেলা
Uncategorized
গত ৩০ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামের পরিবেশবান্ধব কৃষি মেলা এর আয়োজন করা হয়েছে । উত্তর বাণিশান্তা গ্রামে জনগোষ্ঠীভিত্তিক বীজ ব্যাংক গড়ে তোলা হয়েছে এবং এর সাথে সম্পৃক্ত কৃষকেরা দেশীয় বীজ পরিবেশবান্ধব উপায়ে চাষ করছে । দেশীয় বীজ ও পরিবেশবান্ধব কৃষিকাজের সম্প্রসারণ ঘটানোর লক্ষ্যে বাংলাদেশ এনভায়রনমেন্ট এন্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) প্রকল্প সুবিধাভোগী ও স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততায় এ কৃষি মেলা এর আয়োজন করেন । এ মেলায় প্রকল্প সুবিধাভোগীরা সকলকে দেশীয় বীজ ও পরিবেশবান্ধব কৃষিকাজের গুরুত্ব ব্যাখ্যা করেন ।
জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেটিজিই) এর আর্থিক সহায়তায় বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফ)-এর আয়োজনে সুন্দরবন উপক‚লীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করছে । এ প্রকল্পের আওতায় এই কার্যক্রমটি সম্পাদন করা হয়েছে । এ মেলায় অংশগ্রহণ করেন প্রকল্পের ৪০ জন সদস্য ও বেডস্ সদস্যবৃন্দ । এ মেরায় প্রায় ১৭৭ জন স্থানীয় জনগোষ্ঠী অংশগ্রগহণ করেন ।