বাগেরহাটে সরবরাহ কমায় মাছের দাম চড়া
মৎস্য
বাগেরহাটের মাছবাজারে সব ধরনের সামুদ্রিক হিমায়িত মাছের সরবরাহ কমেছে। এতে প্রকারভেদে কেজিপ্রতি দাম বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।
বাগেরহাট শহরের দড়াটানা নদীর তীরে কেবি মাছবাজার। ভোর থেকেই শুরু হয় মাছ বেচাকেনা। চট্টগ্রাম থেকে সরাসরি ফ্রিজিং ট্রাকে করে মাছ আনা হয় এই বাজারে।
এদিকে সাগরে মাছ কম ধরা পড়ায় নানা প্রজাতির হিমায়িত মাছের সরবরাহ কমেছে। স্বল্প পরিমাণে মিলছে নানা প্রজাতির সামুদ্রিক মাছ। তবে দাম বেড়েছে প্রকারভেদে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত।
আর ইলিশের দামও বাড়তি থাকায় মাছ কিনতে বিপাকে পড়ছেন ক্রেতারা। প্রতি কেজি ওজনের ইলিশ ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। আর ৫০০-৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ৭০০-৮০০ টাকায়।
বিক্রেতারা বলছেন, সাগরে সংকট দেখা দেয়ায় দাম বেড়েছে ইলিশের। বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। আর পরিবহন খরচ, তেলের দাম ও শ্রমিক খরচ বাড়ায় দাম বেড়েছে সব মাছের।
বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তদার সমিতির সভাপতি আবেদ আলী বলেন, সাগরে মাছ অনেক কম ধরা পড়ছে। তবে মাছ হিমায়িত থাকায় পাইকারি ও খুচরা বাজারে বেচাকেনা চলছে।
উল্লেখ্য, বাগেরহাট কেবি মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রায় ১০ থেকে ১৫ মেট্রিকটন সামুদ্রিক মাছ বিক্রি হয়।