বোরো মৌসুমে কৃষকের স্বার্থে চাল আমদানি বন্ধের দাবি
কৃষি বিভাগ
বোরো ধান কাটা শুরু হয়েছে। নতুন চাল বাজারে আসতে আর মাত্র ১৫ দিন বাকি। তাই কৃষকের স্বার্থে চালের আমদানি বন্ধের দাবি খাত সংশ্লিষ্টের।
ক্রেতা স্বল্পতার ছাপ মিলছে রাজধানীর চালের বাজারে। কেননা মানভেদে ৬২ থেকে ৭০ টাকায় প্রতিকেজি চিকন চাল আর ৪৫ থেকে ৫০ টাকায় মোটা চাল কিনতে হিমশিম অবস্থা ভোক্তাদের। আর নিম্ন আয়ের মানুষের চিত্র আরও করুণ।
খুচরা বিক্রেতার সাথে সুর মিলিয়ে মিল মালিকদের কারসাজিকে দোষারোপ করছেন ভোক্তারাও।
চালের বাজারের এই উর্ধ্বগতি, সরকারের সঠিক পরিকল্পনার অভাবের ফল, এমন মন্তব্য সাপ্লাইচেইন বিশেষজ্ঞ কৃষিবিদ মোহাম্মদ মুজিবুল হকের।
খাত সংশ্লিষ্টের মতে, কৃষকদের বাঁচাতে চালের বাজার স্থিতিশীল রেখে আমদানি নির্ভরতা কমিয়ে মনযোগ দিতে হবে সুষ্ঠু ব্যবস্থাপনায়।
টিসিবি’র তথ্যমতে, ১ বছরে চালের দাম বেড়েছে অন্তত ৪২ শতাংশ।