ভালো ফলনেও পেঁয়াজের দামে হতাশ চাষিরা
এগ্রিবিজনেস
পাবনায় আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ চাষীরা। তারা জানালেন, বাজারে যে দাম পাওয়া যাচ্ছে তাতে উৎপাদন খরচই উঠছে না।
এ ব্যাপারে ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের বিক্রয়মূল্য কম হওয়ার তাদেরকেও কম দামেই কিনতে হচ্ছে।
এদিকে, স্থানীয় কৃষি কর্মকর্তারা জানালেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেশি হওয়ায় দাম কম।
পাবনায় চলতি মৌসুমে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী বিঘা প্রতি গড় ফলন হয়েছে ৫০ থেকে ৬০ মণের বেশি। তবে হাসি নেই কৃষকের মুখে। তারা বলছেন, এই পেঁয়াজ বিক্রি করে উৎপাদন ব্যয়ও তুলতে পারছেন না।
কৃষকরা জানালেন, মণ প্রতি পেঁয়াজ উৎপাদনে খরচ হয়েছে ১৫শ’ টাকা। অথচ প্রতি মণ পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে ১২শ’ থেকে ১৩শ’ টাকায়। ব্যবসায়ীরা জানালেন, এবার তাদেরকে পেঁয়াজ বিক্রি করতে হচ্ছে কম দামে। বাধ্য হয়েই কৃষকদের কাছ থেকেও কম দামেই কিনতে হচ্ছে।
কৃষি কর্মকর্তারা জানালেন, বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কম। পেঁয়াজের ন্যায্যমূল্য নিশ্চিত করার বিষয়টি সংশিষ্ট দপ্তরকে জানানো হবে। চলতি মৌসুমে পাবনায় ৯ হাজার ৩০৫ হেক্টর জমিতে আগাম জাতের মুড়িকাটা পেঁয়াজের চাষ হয়েছে।