মাঘের হঠাৎ বৃষ্টিতে আলু চাষে ক্ষতির আংশকা
কৃষি বিভাগ
দিনাজপুরের হিলিতে হঠাৎ বৃষ্টিতে আবাদি আলুর ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।কয়েকদিন পর থেকেই ক্ষেত থেকে আলু তোলা হবে। এরই মধ্যে অসময়ের বৃষ্টিতে আলুর চাষের জমি এখন পানির নিচে। এই অবস্থায় যদি বৃষ্টি আরও ২ থেকে ৩দিন থাকে তাহলে আলুর আবাদে ব্যাপক ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন কৃষকরা ।
আলু চাষি আবুল কালাম আাজাদ বলেন, হঠাৎ বৃষ্টিতে আলুর জমিতে পানি উঠেছে।এখন জমে থাকা পানিগুলো সেচ দেওয়া হচ্ছে। পুনরায় বৃষ্টি হলে ব্যাপক ক্ষতি হবে।
তিনি আরও জানান, যদি রোববার ও সোমবার রোদ ওঠে তাহলে আলুর আবাদে ক্ষতিটা কম হবে।
হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা ডা. মমতাজ সুলতানা বলেন, বর্তমানে উপজেলার ৪শ’ হেক্টর জমির আলু এখন পানির নিচে।
তিনি বলেন,উপজেলাতে এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ১ হাজার ১৪৫ হেক্টর জমিতে। চলতি শীত মৌসুমে আলুর চাষাবাদ হয়েছে ৯৪৫ হেক্টর জমিতে। কৃষি অফিসের পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দিনাজপুরে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সারাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩০ দশমিক ৩ মিলিমিটার।