শীত পরবর্তী মাছ চাষিদের করণীয়
মৎস্য
মাছ চাষের দিকে দিন দিন আরো আগ্রহ বাড়ছে বাংলাদেশের মাছ চাষিদের। আর এই মাছ চাষে অনেকেরই ভাগ্যবদল হয়েছে ইতোমধ্যে। শীত পরবর্তী মাছ চাষিদের করণীয় ও সতর্কতা যেসব রয়েছে সেগুলো মৎস্য চাষিদের ভালোভাবে জানতে হবে। তাহলে এই সিজনেও মাছ চাষিরা সফলতা অর্জন করতে পারবে। শীত শেষ হওয়ার সাথে সাথেই মাছ চাষিদের যা জানতে হবে নিম্নে তা উল্লেখ করা হলো।
শীত পরবর্তী মাছ চাষিদের করণীয় ও সতর্কতাঃ
১। হঠাৎ করে মাছের খাদ্য প্রদান বাড়ানো যাবে না। মাছের সংখ্যার উপর নির্ভর করে যে পরিমাণ ফিড লাগে তার ৫% থেকে ১০% পরিমান খাদ্য প্রয়োগ করতে হবে। প্রয়োজনে ধীরে ধীরে বাড়াতে হবে অন্যথায় অনাকাঙ্ক্ষিত মড়ক দেখা দিতে পারে।
২। প্রয়োজন অনুযায়ী পুকুরের ক্ষতিকর গ্যাস দূর করতে হবে। এছাড়াও দরকার হলে চুন ও লবন প্রয়োগ করতে হবে।
৩। শীতের শেষে তাপমাত্রা বাড়বে এমতাবস্থায় চাষিদের প্রধান কাজ থাকবে ফিডিং শুরু করা। তবে ফিডিং শুরু করার আগেই পুকুরের পিএইচ, অ্যামোনিয়াসহ অন্যান্য ক্ষতিকর গ্যাস চেক করে নিতে হবে।
৪। এ সময়ে বিনা প্রয়োজনে পুকুরে কোন এন্টিবায়োটিক বা ভিটামিন সি প্রয়োগ করা যাবে না।
৫। মাগুর মাছ চাষের ক্ষেত্রে পুরো দমে তাপমাত্রা না বাড়া পর্যন্ত জাল দেওয়া থেকে বিরত থাকতে হবে।