এমএসটিএল ব্রহ্মপুত্রের সার সুপারিশ কার্ড প্রদান
কৃষি বিভাগ
বেশি করে মাটি পরীক্ষা করি
সার সুপারিশ কার্ড ফলো করি
সুষম সার ব্যবহার করি
অধিক ফলন ঘরে তুলি
এই স্লোগানকে সামনে রেখে ভ্রাম্যমান মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার (এমএসটিএল) “ব্রহ্মপুত্র” কর্তৃক শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ৫৬ জন কৃষকের ফসলি জমির মাটি পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণ সম্পন্ন পূর্বক সার সুপারিশ কার্ড প্রদান করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, আঞ্চলিক গবেষণাগার, জামালপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব রাফেজা বেগম, বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মাহবুবুল আলম, আঞ্চলিক গবেষণাগার, ময়মনসিংহের বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব মোঃ আবুল বাশার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মওদুদ আহমেদসহ আরও অনেকেই।
বক্তারা মাটির স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষার গুরুত্ব এবং সুষম সার ব্যবহারের উপর গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। উল্লেখ্য #ব্রহ্মপুত্র* টীমের মাধ্যমে শেরপুর জামালপুর জেলার ৪টি উপজেলায় কৃষকের মাটি পরীক্ষা করে সার সুপারিশ কার্ড প্রদান করা হয়। কৃষকের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া লক্ষ্যে চলমান এই কর্মসূচিকে কৃষক ভাইয়েরা স্বাগত জানান এবং ভবিষ্যতে এই সেবা উপজেলার সকল কৃষক যেন পান সেই দাবি জানান।
আরো পড়ুনঃ মৎস্য ও প্রাণিসম্পদ খাতে তাৎক্ষণিক সেবা পৌঁছাতে কল সেন্টার চালু