‘হাজার গরু কোরবানি করে হোম ডেলিভারির সক্ষমতা আছে ডিএনসিসির’
প্রাণিসম্পদ
আসন্ন ঈদুল আজহায় এক হাজার গরু কোরবানি দিয়ে হোম ডেলিভারি করার সক্ষমতা ডিএনসিসির রয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
বুধবার রাজধানীর বিমানবন্দর এলাকায় পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
নগরবাসী এবারের কোরবানির পশু অনলাইনে কিনলে আমরা সিটি করপোরেশনের পক্ষ থেকে কোরবানি মাংস কেটে ফ্রিজার গাড়ি দিয়ে হোম ডেলিভারি দেবো।
মেয়র বলেন, আগামী ১২ই জুলাইয়ের মধ্যে কোরবানির পশু অনলাইনে বুকিং দেয়ার আহ্বান জানাচ্ছি। ১০ই জুলাই পর্যন্ত বুকিংয়ের সময় রেখেছিলাম। অনেকেই বলছেন, এটা অনেক কম সময় হয়ে যায়। তাই আমি সময় আরও দুই দিন বাড়িয়ে দিয়েছি ১২ জুলাই পর্যন্ত অনলাইনে পশু বুকিং দেয়া যাবে। এরপর প্রয়োজনে কেউ ১৮, ১৯ বা ২০ তারিখে গিয়ে কিনলেন। কিন্তু বুকিংটা ১২ তারিখের মধ্যে দিতে হবে।
এগ্রিভিউ/এসএমএ