১০:১৪ পূর্বাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • পলাশবাড়ী পৌরসভায় বেগুনি ফুলে ভরে উঠেছে শিমের জাংলা
ads
প্রকাশ : নভেম্বর ৫, ২০২৩ ১১:০৫ পূর্বাহ্ন
পলাশবাড়ী পৌরসভায় বেগুনি ফুলে ভরে উঠেছে শিমের জাংলা
কৃষি বিভাগ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভায় এ বছর শিমের চাষ বেড়েছে। শিম চাষে সার, কীটনাশক ও অন্যান্য খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হলেও লাভ অধিক।
সরেজমিনে দেখা যায়, উপজেলার পৌরসভা ব্লকের উদয় সাগর মাঠে ইসমাঈল হোসেন শিমের খেত পরিচর্যা করছেন। ৮০০০ টাকা খরচ করে ২৫ শতক জমিতে শিমের চাষ করেছেন তিনি। তাঁর খেতের শিম গাছের (লতা) ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে। আবার ডগার গোড়ায় ছোট ছোট শিমও ধরেছে। আশা করছেন এবার ২৫০০০ টাকা খরচ বাদে লাভ করতে পারবেন। তিনি আরও জানান উপসহকারী কৃষি অফিসার শর্মিলা শারমিন আপার পরামর্শে শিম চাষ করেছি এবং নিযমিত রোগ বালাই সম্পর্কে পরামর্শ দেন।
এ বিষয়ে একই গ্রামের মজিদের সাথে কথা হলে তিনি বলেন, আমিও ঝাংলায় গতবার শিম চাষ করেছি,ভাল লাভ পেয়েছি তাই এবারও শিমচাষ করেছি। শিম গাছে ফুল ধরেছে। শিমের দাম এখন ভালো, কিছুদিনের মধ্যে বাজারে শিম বিক্রি করতে পারলে আশা করছি ভালো লাভ হবে।
পৌরসভা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা শারমিন বলেন, এ বছর ২০ হেক্টর জমিতে শিম,লাউ,
শশা,করলা,ফুলকপি,বাঁধাকপি,টমেটো, বেগুন,লাল শাকসহ বিভিন্ন রকমের সবজির চাষ হয়েছে। তার মধ্যে ৫ হেক্টর জমিতে শিম চাষ হয়েছে। সব ধরনের ফসলের পাশাপাশি সবজি চাষিদের কারিগরি নিয়মিত পরামর্শ ও সহায়তা প্রদান করে যাচ্ছি।
শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop