যমুনার চরে মরিচ চাষে ঝুঁকছেন কৃষকরা
কৃষি বিভাগ
বগুড়ার যমুনা চরে এবার দেশীয় মরিচ চাষে ঝুঁকছেন কৃষকরা। হাইব্রিড জাতের মরিচ রোগ বালাই বেশি থাকায় গত কয়েক মৌসুমে কাঙ্খিত ফলন পাননি তারা। তবে কৃষকরা বলেছেন এবার ফলন ভালো হলেও দাম একেবারেই কম। এতে উৎপাদন খরচের উঠবে কিনা তা নিয়েই সংশয়ে রয়েছে তারা।
বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনটের চরগুলোতে মরিচের ভালো আবাদ হয়। গত দুই বছর চরাঞ্চলে চাষীরা হাইব্রিড জাতের মরিচ চাষ করলেও এবার দেশি জাতের মরিচ চাষে ঝুঁকছে।
কৃষি বিভাগ বলছে এবার জেলায় ৭ হাজার একশো হেক্টর জমিতে মরিচ চাষ করা হয়। এবছর উৎপাদন ভালো হয়েছে।
কৃষকরা জানান, গত বছর পাইকারি বাজারে মরিচ বিক্রি হয়েছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। এবার সেই মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮ থেকে ২৫ টাকা কেজি দরে।
মরিচ চাষে কৃষকদের কৃষি বিভাগ সব রকম সহায়তা করছে বলে জানান বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ দুলাল হোসেন।