খুলনায় মাছের আকাল
মৎস্য
হঠাৎ করেই সব ধরনের মাছের সরবরাহ কমেছে খুলনার রূপসা পাইকারি মাছ বাজারে। মূলত সাগর থেকে ট্রলার ফিরে না আসায় এবং বিলের পানি কমে যাওয়ায় মাছের সরবরাহ কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। সরবারহ কম থাকায় গত সপ্তাহের তুলনায় দামও বেড়েছে কিছুটা।
তবে আগামী মাসেই রূপসা পাইকারি মাছ বাজার আবারও চাঙা হয়ে উঠবে বলে আশাবাদী ব্যবসায়ীদের।
বুধবার (২৯ ডিসেম্বর) সকাল থেকেই রূপসার মাছ বাজারে আসতে শুরু করেন ক্রেতা-বিক্রেতারা। সময় বাড়ার সাথে ক্রেতা-বিক্রেতার হাঁকডাকও বাড়ে। তবে চাহিদা অনুযায়ী মাছের সরবরাহ ছিল কম।
বাজারে পাঙাস, ভেটকি, রুই, কাতলা, তেলাপিয়া, চিংড়িসহ সামুদ্রিক মাছের সরবরাহ ভালো। তবে দাম নিয়ে ক্রেতা-বিক্রেতারা বলছেন ভিন্ন কথা।
ক্রেতারা জানান, পছন্দসই মাছ পাচ্ছেন না তারা। অন্যদিকে দামও বেশ চড়া।
এ ব্যাপারে বিক্রেতারা বলেন, বাজারে মাছের সরবারহে ঘাটতি রয়েছে। এতে করে দাম সামান্য বৃদ্ধি পেয়েছে। সমুদ্র থেকে ট্রলার ফিরে আসলে মাছের দাম স্বাভাবিক হবে বলে মন্তব্য করেন বিক্রেতারা।
বাজারে চাহিদা থাকলেও ইলিশের সরবরাহ কম। দামও আকাশ ছোঁয়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকা কেজিতে।
এদিকে রূপসা পাইকারি মাছ বাজার নিয়ে সন্তোষ প্রকাশ করে আগামী মাসেই বাজারও আরও চাঙা হবে বলে আশা ব্যবসায়ীদের।
ঐতিহ্যবাহী এই রূপসা পাইকারি মাছ বাজারে প্রতিদিন গড়ে অর্ধকোটি টাকার কেনাবেচা হয়।