দিনাজপুরে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা
এগ্রিবিজনেস
দিনাজপুরে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে চালের দাম। সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে প্রায় দু’টাকা। চালের এই বাড়তি দামে ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা। মিল মালিকরা বলছেন, ধানের বাজার চড়া হওয়ার কারণেই চালের দাম বেড়েছে। তবে দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা।
দেশের সিংহভাগ চাল উৎপাদনকারী জেলা দিনাজপুর। গেলো এক সপ্তাহ হঠাৎ চড়া এখানকার চালের বাজার। বর্তমানে বিআর ২৮ চাল খুচরা বাজারে প্রতিকেজি ৫৩ থেকে বেড়ে ৫৪ টাকা; মিনিকেট ৫৬ থেকে বেড়ে ৫৮ এবং নাজির শাইলের দাম বেড়ে হয়েছে ৬৮ টাকা।
তবে মাঝারী ও চিকন চালের দাম বাড়লেও মোটা গুটি স্বর্নার দাম অপরিবর্তিত রয়েছে। চালের বাজারে অস্থিরতার পেছনে মিল মালিকদের কারসাজি রয়েছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
অন্যদিকে মিল মালিকদের অজুহাত, ধানের দাম বেশি হওয়ার কারণে চালের দাম বাড়িয়ে দিতে হয়েছে। দিনাজপুরে প্রতিবছর চাল উৎপাদন হয়, প্রায় ১৪ লাখ মেট্রিক টন। এই অঞ্চলের চাহিদা মিটিয়ে প্রায় ৯ লাখ মেট্রিক টন চাল রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়।