নাটোরে সবজির দামে সন্তুষ্ট কৃষক
কৃষি বিভাগ
গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে নাটোরের বিভিন্ন হাটে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ। এতে দামও কিছুটা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে এ দামে লোকসান না গুনলেও আরও মূল্যহ্রাস ঠেকাতে বাজার মনিটরিংয়ের দাবি চাষিদের।
ভোরে শীতের তীব্রতার মধ্যেই ক্রেতা-বিক্রেতার ভিড়ে নাটোরের পাইকারি এ সবজির বাজার জমজমাট। গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে সব ধরনের সবজির সরবরাহ বেড়েছে। ফলে প্রকারভেদে কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে।
এ বাজারে কেজি প্রতি শিম ৩০ থেকে ৪০ টাকা, ফুলকপি ২০ থেকে ২৫ টাকা (পিস), বরবটি ২০ থেকে ২৫ টাকা, মূলা ১৫ থেকে ১৭ টাকা, টমেটো ২২ থেকে ২৫ টাকা, বেগুন ২৫ থেকে ৩০ টাকা, বাঁধাকপি ১০ থেকে ১২ টাকা, লাউ ২০ থেকে ২৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে তুলনামূলক দাম কমলেও ক্রেতাদের অভিযোগ, অন্যান্য বছরের চেয়ে এবার সবজির দাম চড়া। তারা জানিয়েছেন, এবছর অন্যান্য বছরের তুলনায় দাম স্বাভাবিকের চেয়ে বেশি। তবে গত বছরের তুলনায় সবজির দাম কমেছে। কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী কমেনি।
সব ধরনের সবজির দাম কমলেও উৎপাদন ভাল থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। তবে দাম আরও কমে যাওয়া ঠেকাতে বাজার মনিটরিংয়ের দাবি তাদের।
সবজির দাম নিয়ে কৃষকরা জানিয়েছেন, সার ও কীটনাশকের দাম বেশি। চলমান দাম থেকে কমে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব।
কৃষি বিভাগের তথ্যমতে, চলতি বছর নাটোরে সবজির উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ১০ হাজার মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।