গোপালগঞ্জে পোকার আক্রমণে দুশ্চিন্তায় পান চাষীরা
কৃষি বিভাগ
গোপালগঞ্জে পানের বরজে পোকার আক্রমণে বিপাকে পড়েছে পান চাষীরা। ছত্রাক, পাতা পঁচা, কুঁচকে যাওয়া এবং পাতায় ছিটা দাগে নষ্ট হচ্ছে বরজের পান।
কৃষকরা অভিযোগ করে বলেন, কৃষি বিভাগ থেকে তেমন পরামর্শ বা সহায়তা তাঁরা পাননি। তবে, কৃষি বিভাগ বলছে, সঠিক পরিচর্যা ও প্রয়োজনীয় কীটনাশক ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা।
ক্ষুদ্র পরিসরে গোপালগঞ্জে বাণিজ্যিকভাবে পান চাষ হচ্ছে। সদর, কাশিয়ানী এবং মুকসুদপুরে বাংলা, মিঠা, দেশি ও ঝালি জাতের পান চাষ করছে কৃষকরা। করোনা অতিমারির কারণে গত বছর পানের ভালো দাম পায়নি। এবছর সেই ক্ষতি কাটিয়ে লাভের আশা করছিলেন। তবে, বরজে পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন চাষীরা।
চাষিদের অভিযোগ, পানে পোকার আক্রমণ নিয়ে কৃষি বিভাগের কোন সহযোগিতা পাননি।
গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক অরবিন্দু কুমার রায় জানালেন, পোকার আক্রমণ থেকে বাঁচতে বরজের চারপাশে বেড়া দিয়ে ঢেকে রাখাসহ প্রয়োজনীয় কীটনাশক ছিটানোর পরামর্শ দেয়া হচ্ছে।