রাঙামাটির কাপ্তাই হ্রদের জেগে ওঠা জমিতে ধান চাষ
কৃষি বিভাগ
রাঙামাটির কাপ্তাই হ্রদের জেগে ওঠা জমিতে চলছে বোরো ধানের চাষ। হ্রদের পানি কমতে থাকায় জগে ওঠা জমিতে এখন চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন পাহাড়ী চাষীরা। তবে সেচ সংকট, ডিজেল আর কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়তে হচ্ছে তাদের।
দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয়, রাঙামাটির কাপ্তাই হ্রদ । শীত মৌসুমে হ্রদের পানি কমতে থাকলে ভেসে উঠে চাষাবাদযোগ্য জমি। স্থানীয়ভাবে এসব জমিকে বলা হয় জলেভাসা জমি। পলি ভরাট এসব জমিতে ধান চাষ করে পাহাড়ী চাষীরা। কিšতু পানির অভাবে আর কৃষি উপকরণে দাম বাড়ায় এবার সংকটে তারা।
নভেম্বর মাস থেকে জলেভাসা এসব জমিতে চাষাবাদ শুরু হয়। তবে বর্ষা মৌসুমে হ্রদের পানি বেড়ে তলিয়ে যায় ফসলের মাঠ। এর আগেই ফসল ঘরে তুলতে হয়।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তপন কুমার পাল বলেন, চাষীদের বীজ ও সেচের পানির সংকট নিরসনে নানা উদ্যোগ নেয়া হয়েছে।
চলতি বছর জেলায় সাড়ে ৩ হাজার হেক্টর জলেভাসা জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জেলা কৃষি বিভাগ।