চাঁদপুরে মেঘনা নদীতে অবাধে পোনা মাছ শিকার
মৎস্য
চাঁদপুরে মেঘনা নদীতে অবৈধ জাল দিয়ে পোনা ও রেণু শিকার করছে কিছু অসাধু মৎস্যশিকারি। মশারি,বেহেন্দি ও ফাস জালে বেধে ধ্বংস হচ্ছে অন্যান্য দেশীয় প্রজাতির রেনু পোনাও।
মৎস্য বিভাগ বলছে, কিছু অসাধু জেলে পোনা মাছ নিধন করছে। শীঘ্রই এর বিরুদ্ধে আবারও অভিযান চালানো হবে বলে জানায় মৎস্য বিভাগ।
বিচিত্র রকমের জাল ব্যবহার করে চাঁদপুরে মেঘনা নদীতে অবাধে নিধন করা হচ্ছে বিভিন্ন রেনু পোনা। মশাড়ি, চরঘেরা ও বেহেন্দিসহ ছোট ছোট ফাঁস জালে আটকা পড়ে অতি ক্ষুদ্র রেণু। কিন্তু এসব পোনা পরিপক্ক হলে এক একটি বেলে মাছ আকারে প্রায় ৩০ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এসব জাল ব্যবহার বন্ধে মৎস্য বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করছে।
চাঁদপুর সদর উপজেলার পুরানবাজার হরিসভা, বহরিয়া, হরিনা ঘাট ও কালীখোলা এলাকায় জেলেরা এসব জাল ব্যবহার করে পোনা মাছ নিধন করছে। আর এসব রেনু পোনা বিক্রি হচ্ছে বাজার ও পাড়া-মহল্লায়।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, অবৈধজাল ব্যবহার বন্ধে ও রেণু পোনা শিকারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানালেন তিনি।