পটুয়াখালীর কলাপাড়ায় বারি সূর্যমুখী-২’র ওপর মাঠদিবস অনুষ্ঠিত
কৃষি বিভাগ
নাহিদ বিন রফিক (বরিশাল): পটুয়াখালীর কলাপাড়ায় বারি সূর্যমুখী-২’র ওপর মাঠদিবস অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলার পাখিমারায় বিএআরআই’র সরেজমিন গবেষণা বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিএআরআই) মহাপরিচালক ড. দেবাশিষ সরকার। বিশেষ অতিথি ছিলেন তেল বীজ গবেষণা কেন্দ্রের পরিচালক ড. আব্দুল লতিফ আকন্দ এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) অতিরিক্ত পরিচালক মো. তাওফিকুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. রফি উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৃহত্তর বরিশাল ও ফরিদপুর অঞ্চলের ডাল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. ছালেহ উদ্দিন, ডিএই’র উপপরিচালক একেএম মহিউদ্দিন, বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, ভাসমান কৃষি প্রকল্পের ড. মো. মোস্তাফিজুর রহমান তালুকদার, বিএআরআই’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিমুর রহমান, কলাপাড়ার উপজেলা কৃষি অফিসার এ.আর.এম. সাইফুল্লাহ, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মাহবুবুর রহমান, বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মাইনুল ইসলাম, বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নজরুল ইসলাম, কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক, কৃষক সুলতান গাজী, জুলেখা বেগম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সূর্যমুখীর তেল স্বাস্থ্যের জন্য হিতকর। যেহেতু দক্ষিণাঞ্চলে রয়েছে এর যথেষ্ট সম্ভাবনা। তাই অন্যান্য তেলফসলের পাশাপাশি সূর্যমুখীর আবাদ বাড়ানো দরকার। এর আগে তিনি বরগুনার আমতলীতে ৫০ বিঘা মুগের প্রদর্শনীপ্লট পরিদর্শন করেন। অনুষ্ঠানে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের (বারি অংগ) আওতাধীন দেড়শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।