সারাদেশে বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস
পাঁচমিশালি
রংপুর, রাজশাহী,ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণপূর্ব /পূর্ব দিক থেকে ঘন্টায় (১০-১৫) কিঃমি যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘন্টায় (৩০-৪০) কিঃমি পর্য়ন্ত বেগে বয়ে যেতে পারে।
আগামী ৭২ ঘন্টায় দেশে আবহাওয়ার অবস্থা সামান্য পরিবর্তন হতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘অশনি’ উত্তরপশ্চিম দিক দিয়ে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সকাল ৬ টায় (১১ মে) ঘূর্ণিঝড় আকারে ভারতের অন্ধ্র উপকূল ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় (অক্ষাংশঃ ১৬.০° উত্তর, দ্রাঘিমাংশঃ ৮১.৫° পূর্ব) অবস্থান করছে। এটি আরও উত্তরপশ্চিম/উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
সিলেটে সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ রেকর্ড করা হয়েছে। এছাড়াও তাড়াশে ৫৯, টাঙ্গাইলে ৫৭, ফরিদপুরে ৫৪, চুয়াডাঙ্গায় ৪৮, নিকলিতে ৫২, ঢাকায় ৩৭, শ্রীমঙ্গলে ৪৬, মাদারীপুরে ২৬, ঈশ্বরদী ও যশোরে ২৪ মিলিমিটার এবং দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
মঙ্গলবার সৈয়দপুরে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবং বদলগাছীতে সর্বানিন্ম তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সকালে ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৯৭ শতাংশ।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিট।