গাইবান্ধায় বোরো ধান কর্তনে শ্রমিক সংকট, বিপাকে কৃষক
কৃষি বিভাগ
বৈশাখের টানা বৃষ্টি আর অন্যদিকে শ্রমিক সংকটে বিপাকে পড়েছেন গাইবান্ধার বোরো ধানের চাষিরা। পাকা ধান ঘরে তোলার জন্য সুযোগ-সুবিধা বাড়িয়ে দিয়েও কাটছে না শ্রমিক সংকট।
একদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়া, অন্যদিকে ধান কাটা-মাড়াইয়ের জন্য পর্যাপ্ত শ্রমিক না পাওয়ায় চোখের সামনেই নষ্ট হচ্ছে কৃষকের পাকা ধান। এ অবস্থায় সরকারিভাবে ধান কাটার হারভেস্টার যন্ত্র সরবারহের দাবি জানিয়েছেন কৃষকেরা।
কৃষিবিভাগ সূত্রে জানা গেছে, এবছর গাইবান্ধার সাত উপজেলায় এক লাখ ২৭ হাজার ৭৮০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৪১ হাজার ৪৫১ মেট্রিক টন।
কৃষকেরা বলছেন, টানা বৃষ্টি ও শ্রমিক না পাওয়ায় ধান মাঠ থেকে ঘরে তুলতে গিয়ে বিপাকে পড়েছেন চাষীরা। দ্বিগুণ বেতনেও পাওয়া যাচ্ছে না শ্রমিক। সঠিক সময়ে ধান তুলতে না পারলে বড় লোকসানের শঙ্কায় রয়েছেন তারা।
ভবিষ্যতে এমন সংকট এড়াতে এবং চাষাবাদের খরচ কমাতে এখন থেকে আধুনিক যন্ত্র ব্যবহারের পরামর্শ দিচ্ছেন কৃষি কর্মকর্তারা।
শ্রমিক সংকট মোকাবেলায় জেলায় সরকারিভাবে হারভেস্টার মেশিনসহ কৃষি যন্ত্রের সরবারহ বাড়ানোর দাবি চাষীদের।