আন্তর্জাতিক বাজারে কমলো ভুট্টার দাম
কৃষি বিভাগ
অবশেষে আন্তর্জাতিক বাজারে ভুট্টার দাম নিম্নমুখী হয়েছে। সোমবার (২৭ মার্চ) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) খাদ্যশস্যটির সরবরাহ মূল্য কমেছে। তবে চীনে চাহিদা থাকায় খুব একটা লোকসান গুনতে হয়নি।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, এদিন সিবিওটিতে সবচেয়ে সক্রিয় ভুট্টার চুক্তি মূল্য হ্রাস পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ৬ ডলার ৩৯ সেন্টে। আগের কার্যদিবসে খাদ্যপণ্যটির দাম ৩ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল।
মুম্বাই-ভিত্তিক এক ব্যবসায়ী বলেন, খাদ্যশস্যের আরও দাম কমার সুযোগ খুবই সীমিত। বাজার স্থিতিশীল হবে। কারণ, বিনিয়োগ আসছে।
ব্যবসায়ী ও বিশ্লেষকরা বলছেন, বিশ্বের শীর্ষ ভুট্টা ক্রেতা চীন। দরপতন হওয়ায় যুক্তরাষ্ট্র থেকে খাদ্যপণ্যটি কিনতে শুরু করেছে দেশটি। এর মাধ্যমে ধীরে ধীরে আমদানি বাড়াতে যাচ্ছে তারা।
চলতি বছর যুক্তরাষ্ট্রে ৮৭ দশমিক ৬৭৭ মিলিয়ন একরে ভুট্টা চাষ হচ্ছে। ২০২২ সালের তুলনায় যা ১ শতাংশ কম। ফার্ম ফিউচার্স ম্যাগাজিনের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।