তেলাপিয়া মাছের রোগ বুঝার লক্ষণ
মৎস্য
তেলাপিয়া মাছের সাথে পরিচিত না এমন বাঙালি পাওয়া দুষ্কর। গ্রামের সবার পুকুরেই চাষ হচ্ছে তেলাাপিয়া মাছ। এই মাছের চাহিদা ব্যাপক থাকায় বাণিজ্যিকভাবেও এখন চাষ হচ্ছে এই মাছ। তবে এই মাছের হয়ে থাকে অনেক রোগ। চাষের পাশাপাশি রোগ সম্পর্কে ধারণা থাকলে এই মাছ চাষে আরো লাভবান হতে পারবেন মাছ চাষিরা।
তেলাপিয়া মাছের রোগের লক্ষণ:
১। চাষ করা এই মাছ রোগে আক্রান্ত হলে দেখবেন এটি আর আগের মত খাদ্য গ্রহণ করে না। তাই পুকুরে খাদ্য দিয়ে পরীক্ষা করতে হবে মাছ খাবার আগের মত গ্রহণ করে কিনা। যদি না করে বুঝবেন মাছের রোগ হয়েছে।
২। এই মাছ রোগের আক্রান্ত হয়ে এর শরীরের রং অনেকটা বদলে ফ্যাকাশে আকার ধারণ করে। যদি এমনটি দেখেন মনে করবেন মাছের রোগ হয়েছে।
৩। তেলাপিয়া মাছের রোগ হলে অনেক সময় মাছের ফুলকা বা লেজে ক্ষত দাগ দেখা যায়। মাছের শরীরের এসব দাগ দেখেও মাছ রোগে আক্রান্ত হয়েছে কিনা বোঝা যায়।
৪। তেলাপিয়া মাছের বৃদ্ধি কম হলে অনেক সময় মাছের রোগ দায়ী হয়ে থাকে। পুকুরে মাছের বৃদ্ধি কমে গেলে মাছ তুলে এনে পরীক্ষা করাতে হবে মাছের কোন রোগ হয়েছে কিনা।
৫। এই মাছের রোগ হলে এটি আর আগের মত পুকুরে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে না। তাই পুকুরে এই মাছের প্রতিদিন গতিবিধি লক্ষ্য রাখত হবে। যদি আগের মত মাছের চলাচল দেখতে না পান তবে, মাছের রোগ হয়েছে কিনা দেখবেন।