বেড়েছে সব ধরনের সবজির দাম
প্রাণ ও প্রকৃতি
লকডাউনে রাজধানীর কাঁচাবাজারগুলোতে প্রথম দিকে পণ্যের দাম কিছুটা বাড়তি লক্ষ্য করা যায়। আজও রাজধানীর কাঁচা বাজারগুলোতে গুটি কয়টা পণ্য ছাড়া অধিকাংশ পণ্যের দাম এখনো নামেনি। বাড়তি দামেও বেলা বাড়ার সাথে সাথেই বাজারে পণ্য কিনতে ক্রেতাদের ভিড়ও বাড়তে থাকে। কাঁচা সবজির বাজার, মাছের বাজার, মুদি দোকানগুলোতেও ভিড়। করোনাকালীন স্বাস্থ্যবিধি উপেক্ষা করেও বাজার করছেন অনেকে।
বুধবার (৭ জুলাই) রাজধানীর মালিবাগ বাজার, বউবাজার, হাজীপাড়া, রামপুরা এলাকার বাজারগুলোতে এমন দৃশ্য দেখা যায়। সকালের ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও ক্রেতাদের যথেষ্ট সমাগম বাজারে দেখা যায়। লকডাউনে আয় কমেছে অথচ পণ্যে দাম এখনো না কমায় অস্বস্তি দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে।
বাজারগুলো ঘুরে দেখা যায়, আলু ২৫, টমেটো ৮০-৯০, ঢেঁড়স ৪০-৫০, কাঁকরোল ৫০, বেগুন ৫০-৬০, কাঁচা মরিচ ৬০, পেঁপে ৪০, কচুর লতি ৬০-৭০, বরবটি ৫০-৬০ টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়াও বাজারে আসা নতুন সবজির দামও বাড়তি। আটি প্রতি লাল শাক ২০-২৫, পুইশাক ২৫-৩০ টাকা ধরে বিক্রি হচ্ছে। চলতি মাসে কাঁচা সবজির দাম প্রায় কেজি প্রতি ২০-৩০ বেড়েছে।
বেসরকারি অফিসের চাকরিজীবী মুছলেম উদ্দীন বলেন, লকডাউনে আয় কমেছে, কিন্তু পণ্যের দাম যদি না কমে তাহলে আমাদের সংসার বাঁচবে কিভাবে। পণ্যের দাম কমানোর জন্য সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। তা না হলে তো না খেয়ে মারা যেতে হবে। ঘর ভাড়া দিয়ে আয়ের কিছুই থাকে না।