দিনাজপুরে আউশের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
কৃষি বিভাগ
চলতি মৌসুমে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় আউশ ধানের বাম্পার হয়েছে। আগে জমিতে বছরে ২ বার ধান বোরো আর আমান ধান চাষ হলেও এ বছর আউশ ধান চাষ করেছে চাষিরা। প্রথমবার ভালো ফলন হওয়ায় খুশি চাষিরা।
উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, উপজেলার আন্ধারমুহা, বড়বাউল, মর্ত্তমন্ডল গ্রামের অনেক কৃষক এবারে ওই জাতের আউশ ধান জমিতে লাগিয়েছেন।
তবে, মাঝে মাঝে বাবুই পাখির ঝাঁক এসে পাকা ধান খাওয়ার চেষ্টা করছে। চাষিরা পাখি তাড়াতে ধানক্ষেতে জাল, খড়ের মূর্তি, টিনের শব্দ তরঙ্গ পদ্ধতি এবং পলিথিনের ঝাণ্ডা পদ্ধতি ব্যবহার করছেন।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, ব্রি-ধান-৪৮ আউশ ধান চাষ করলে ১১০ থেকে ১১৫ দিনের মধ্যে ঘরে তোলা যায়।
আমনের জাতগুলোর তুলনায় ৬০ থেকে ৭০ দিন আগে এ ধান পেকে যায়। ফলে বাকি সময় চাষিরা অন্য ফসল চাষ করে লাভবান হচ্ছেন। এ জাতের ধান চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।