কুরবানির গরু কিনে বাসায় আনার পর এর যত্নে ৮ টি করণীয়…
প্রাণিসম্পদ
তাই জেনে নিন কুরবানির গরুর যত্নে করণীয়ঃ
১. গরু কেনার পর থেকেই গরুর পুরো দায়িত্ব আপনার উপরে। তাই কোরবানির হাট থেকে গরুকে হাঁটিয়ে না এনে পিক আপ ভ্যানে করে আনতে পারেন। এতে গরমে গরুর কষ্ট কম হবে আর হেঁটে আনার যে ঝামেলা হয় তারও সম্মুখীন হওয়া লাগবে না।
২. গরুটিকে বাসায় আনার সাথে সাথেই পানি খেতে দিবেন না, কিছুক্ষণ বিশ্রাম নিতে দিন, পরিবেশ টা বুঝতে দিন, এরপর বিশুদ্ধ পানি দিবেন । পশুর জন্য খড়, কচি ঘাস, কলা পাতা কিংবা বিচালি কিনে রাখুন। পানি দেবার পর খাবার দিতে পারবেন ।
৩. গরুটিকে প্রতিদিন যথেষ্ট পরিমাণ বিশুদ্ধ পানি পান করাবেন । বাসি খাবার না দিয়ে টাটকা খাবার খাওয়ান, অল্প অল্প করে বার বার খাবার দিন। এত খাদ্য অপচয় কমবে এবং খাওয়া বৃদ্ধি পাবে । খৈল, ভুষি, তুষ, কুড়া, লবণ, ভাতের মার পানিতে মিশিয়ে খাওয়াতে পারেন।
৪. গরুর থাকার জন্য একটি অস্থায়ী স্থান তৈরি করুন। জায়গাটি যেন শুষ্ক থাকে কিংবা পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। নিয়মিত পরিষ্কার রাখবেন।
৫. দিনের বেলায় খোলা স্থানে বেঁধে রাখবেন এবং দুপুরে ভালো করে গোসল করাবেন । সম্ভব হলে গরুকে বিকেল বেলা হাটাবেন ।
৬. রাতের বেলা নিরাপদ স্থানে রাখুন। মশার উপদ্রব থেকে বাঁচাতে মশারি কিংবা কয়েল ব্যবহার করুন।
৭. গরুর সাথে যতটা সম্ভব ভালো ব্যবহার করুন। গায়ে হাত বুলিয়ে দিন আর যতটা পারেন সময় দিন। বাচ্চারা যেন গরুকে বিরক্ত না করে সেদিকে লক্ষ্য রাখুন ।
৮. কুরবানির দিন সকাল বেলা গরুকে শুধু পানি পান করাবেন, অন্য কোন খাবার দিবেন না অর্থাৎ যা খাওয়ানোর তা আগের রাতেই খাওয়াবেন ।
আল্লাহ আমাদের সকলের কুরবানি কবুল করুন (আমীন) ।