অসময়ের বৃষ্টিতে হিলিতে সবজির দাম বেড়ে দ্বিগুণ
এগ্রিবিজনেস
অসময়ের বৃষ্টির কারণে দিনাজপুরের হিলিতে বেড়েছে সবজির দাম।টানা বৃষ্টির ফলে সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত।হঠাৎ এমন দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সরেজমিনে হিলি সবজি বাজার ঘুরে দেখা গেছে, এক সপ্তাহে আগে দুইদিনের বৃষ্টির প্রভাবে দফায় দফায় বেড়েছে শীতকালীন সব ধরনের সবজির দাম।
সরেজমিনে দেখা গেছে, গত সপ্তাহে ২০ টাকার বেগুন আজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। ২৫ টাকার শিম এখন ৪০ থেকে ৫০ টাকা, ২০ টাকা টমেটো ৩০-৪০ টাকা, ২০ টাকার ফুলকপি ৩০ টাকা, ২৫ টাকার শসা ৪০ টাকা, ২০ টাকার কাঁচামরিচের দাম এখন ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সব ধরনের শাক-সবজির দামও দ্বিগুণ বেড়েছে।
হিলি বাজারে সবজি কিনতে আসা ইসমাঈল হেসেন বলেন, আমরা গরীব মানুষ দিন আনি দিন খাই।সব তরকারির দাম যেমনে বাড়ছে তা আমার ক্রয় ক্ষমতার বাহিরে।
হিলি বাজারের সবজি ব্যবসায়ী আবুল কালাম জানান, সপ্তাহের ব্যবধানে সব সবজির দাম বেড়েছে। বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাই বেশি দামে বিক্রি করছি।
আরেক ব্যবসায়ী নূর মোহাম্মদ বলেন, গত সপ্তাহে দুইদিন বৃষ্টির জন্য সবজির দাম খুব বেড়ে গেছে। টানা বৃষ্টিতে কৃষকের সব সবজির আবাদ পানিতে ডুবে গেছে। যে কারণে বাজারে সবজির আমদানি কম আর দামও অনেক বেশি।