৯:১৮ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
  • হোম
  • IAAS Bangladesh SAU এর ভার্চুয়াল ক্যারিয়ার আড্ডায় স্বপ্ন ছড়ালেন সুশান্ত পাল
ads
প্রকাশ : জুলাই ২৫, ২০২১ ২:২৭ অপরাহ্ন
IAAS Bangladesh SAU এর ভার্চুয়াল ক্যারিয়ার আড্ডায় স্বপ্ন ছড়ালেন সুশান্ত পাল
ক্যাম্পাস

করোনা ভাইরাস আতঙ্কে দেশ তথা বিশ্বের জনজীবনে স্থবির হয়ে পড়েছে এরই ব্যতিক্রম নয় শিক্ষার্থীরাও। প্রায় ১.৫ বছর ধরে দেশের স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় গুলোও বন্ধ রয়েছে। দীর্ঘসময় ধরে ঘরে বসে আছে শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা ।এভাবেই চলে যাচ্ছে দিনের পর দিন। অনেকে ক্যারিয়ার নিয়ে হতাশ আবার অনেকে কোভিড-১৯ পরবর্তী ক্যারিয়ার নিয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা কেমন হওয়া উচিত সেটিও বুঝে উঠতে পারছে না। ঘরবন্দি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক ভাবে মনোবল শক্ত রাখতে, পড়াশোনা কাছ থেকে শিক্ষার্থীদের মধ্যে দূরত্ব কমাতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের  IAAS Bangladesh SAU আয়োজন করেছে ভার্চুয়াল ক্যারিয়ার আড্ডা ।

গত ২৪ জুলাই রাত ৮ঃ০০ টায়  International Association of Students in Agricultural & Related Sciences Bangladesh, Sylhet Agricultural University (IAAS Bangladesh SAU) ভার্চুয়াল ক্যারিয়ার আড্ডার আয়োজন করেছে। যার আলোচ্য বিষয় ছিল : Interactive Career Mapping : Navigate Your Career Advancement in the Post-Covid-19 Era।এই সময়  আলোচোক হিসেবে ফেসবুক লাইভে উপস্থিত ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় ব্যভার্চুয়াল ক্তিত্ব,তরুণ সমাজের আইকন,সকলের পরিচিত এবং প্রিয় মুখ সুশান্ত পাল। ডেপুটি কমিশনার অব কাস্টমস, বাংলাদেশ কাস্টমস। তিনি একাধারে একজন লেখক ও মোটিভেশনাল স্পীকার। সঞ্চালনায় হিসেবে  ছিলেন মমিনুল হক সিফাত ও ইফফাত শারমিন ইরা ।

ক্যারিয়ার সম্পর্কে নিজের দর্শন তুলে ধরে বলেন, ক্যারিয়ার শুরু করার আগে নিজেকে জিজ্ঞেস করে নিন কি আপনার ভাল লাগে। সবাই সবকিছু পারে না। এটা মেনে নিন । আপনি কোন কাজটা ভাল পারেন সেটা বের করুন। আপনি যে বিষয়টাতে আগ্রহবোধ করেন না , সেটাতে সময় দেয়া মানে স্রেফ সময় নষ্ট করা।

প্রায় ৪ ঘণ্টা ব্যাপী এই ক্যারিয়ার আড্ডা সুশান্ত পালের ফেসবুক পেইজ, ইউটিউব চ্যানেল, IAAS Bangladesh SAU এর ফেসবুক পেইজ থেকে একযোগে লাইভে সম্প্রচারিত করা হয়। মুহূর্তের ভেতর এই প্রোগ্রাম প্রায় ৪০ হাজার মানুষের কাছে পৌছায়।

লাইভে এসে সুশান্ত পাল তরুণ সমাজের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জীবন,সংগ্রাম ও শিক্ষার্থীদের বিভিন্ন অজানা প্রশ্নের উত্তর বিভিন্ন বিষয়ে সমস্যার সমাধান প্রদান করেন ।আড্ডার পুরোটা সময় জুড়ে শিক্ষার্থীদের সামনে তুলে ধরেছেন সাফল্যের মন্ত্র, দিয়েছেন ক্যারিয়ার সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা এবং এগিয়ে যাবার অনুপ্রেরণা।সবশেষে, করোনা পরিস্থিতিতে বেঁচে থাকাই বড় সাফল্য উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করতে পরামর্শ প্রদান করেন এবং করোনা টিকা গ্রহনে উৎসাহিত করেন।

সফল এই আয়োজনে আয়োজকরাও দারুণ তৃপ্ত । মোহাঃ আতিক আশহাব বলেন, করোনায়  শিক্ষার্থীদের ভবিষ্যতে সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার লক্ষ্যে এই ভার্চুয়াল ক্যারিয়ার আড্ডার আয়োজন করতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে আমাদের এ ধরণের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

উল্লেখ্য ,International Association of Students in Agricultural and Related Sciences (IAAS) এর যাত্রা শুরু করে  ১৯৫৭ সালে। মূলত কৃষিভিত্তিক ফিল্ডের শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এর জন্ম। তারই ধারাবাহিকতায় ২০১৭ সালে বাংলাদেশ  IAAS এর সদস্যপদ লাভ করে।

 

শেয়ার করুন

ads

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop