৪:০৭ অপরাহ্ন

রবিবার, ২২ ডিসেম্বর , ২০২৪
ads
ads
শিরোনাম
প্রকাশ : অগাস্ট ২৫, ২০২১ ৫:৪৩ অপরাহ্ন
উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১
কৃষি বিভাগ

আজ ২৫শে আগস্ট ২০২১, আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতার সাথে যাত্রা শুরু হয়ে গেলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়াস ওয়ার্ল্ড ‘র নবনির্বাচিত প্রেসিডেন্ট ফেসটুস সেপ্টিয়ান ইওসোফাট এবং ভাইস প্রেসিডেন্ট অফ ফিন্যান্স আব্দুলাহ আল মারুফ। এছাড়া ইয়াস ওয়ার্ল্ডের সাবেক কন্ট্রোল বোর্ড মেম্বার আয়া মউনিয়ার এবং ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ডিরেক্টর দেওয়া পুতু আধি।

বিকেল ৩ ঘটিকায় জাতীয় সংগীত, পবিত্র কোরআন থেকে তিলওয়াত ও পবিত্র গীতা থেকে পাঠ করার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়েছিল। পরবর্তীতে ইয়াস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর, ছালেহা খাতুন রিপ্তা তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। পরবর্তীতে একে একে বক্তব্য রাখেন ইয়াস এশিয়া প্যাসিফিকের রিজিওনাল ডিরেক্টর দেওয়া পুতু আধি, ইয়াস ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্ট অফ ফিন্যান্স আব্দুলাহ আল মারুফ, প্রেসিডেন্ট ফেসটুস ইওসোফাট এবং সাবেক কন্ট্রোল বোর্ড মেম্বার আয়া মউনিয়ার। সকলে ইয়াস বাংলাদেশের প্রত্যেক সদস্যকে উৎসাহ বজায় রেখে কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেন।

ইয়াস ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট ফেসটুস ইওসোফাট তার বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে, “ইয়াস বাংলাদেশও বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়া দেশগুলোর মতো একটি দেশ হিসেবে শীঘ্রই আত্মপ্রকাশ করবে এবং তাদের সাফল্যের ধারা অব্যাহত রাখবে।“ বক্তব্য শেষে তিনি ন্যাশনাল কংগ্রেস ২০২১ উদ্বোধন ঘোষণা করেন।

এছাড়াও ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ ‘র আনুষ্ঠানিক সকল স্পন্সরের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। তাদের মধ্য থেকে নূর-ই-কুতুবুল আলম এগ্রিভিউ ২৪.কম থেকে এবং YPARD বাংলাদেশ এর পক্ষ থেকে ড. সুস্মিতা দাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষ্ন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার উপজেলা কৃষি কর্মকর্তা এবং কৃষি বায়স্কোপের প্রতিষ্ঠাতা তালহা জুবায়ের মাসরুর নিউটন। তিনি তার বক্তব্যে তরুণ প্রজন্মের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, “পরবর্তীতে এ ধরনের কার্যক্রমে তিনি আরও যুক্ত হতে চান এবং শিক্ষার্থীদের যেকোন সহযোগিতায়ও তিনি পাশে থাকবেন বলে জানান। এছাড়া তিনি কৃষি বিষয়ে শিক্ষার্থীরা আরও অবদান রাখবেন; পাশাপাশি সরকারি, বেসরকারি, উদ্ভাবনী, উদ্যোক্তা যেকোন পর্যায়ে কৃষি স্নাতকদের দেখার আশাবাদ ব্যক্ত করেন।“

এছাড়াও অনুষ্ঠানে ইয়াস বাংলাদেশ বশেমুরবিপ্রবি থেকে লোকাল এডভাইসার হিসেবে উপস্থিত ছিলেন ড. জিলহাজ আহমেদ জুয়েল এবং ইয়াস বাংলাদেশ শেকৃবি থেকে উপস্থিত ছিলেন ড. আবুল হাসনাত এম. সোলায়মান। ন্যাশনাল এডভাইসার কমিটি থেকে যুক্ত ছিলেন ড. মোঃ মেহেদী হাসান খান এবং ড. মতিউল ইসলাম। তারা সকলেই উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হতে পেরে নিজেদের আনন্দ-উচ্ছাস প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের এভাবেই কাজ করে যাওয়ার জন্য অনুপ্রেরণা যোগান।

ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। এর মাঝেই ন্যাশনাল কংগ্রেসের জেনালের এসেম্বলি এবং চারদিনের ট্রেনিং সেশন সম্পন্ন হয়েছে। আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্লেনারি সেশন শুরু হবে যেখানে ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কমিটির সকল সদস্য উপস্থিত থাকবেন।

আরো পড়ুনঃ ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ এর ট্রেনিং সেশন শুরু হলো

প্রকাশ : অগাস্ট ২১, ২০২১ ৬:৫২ অপরাহ্ন
ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ এর ট্রেনিং সেশন শুরু হলো
পাঁচমিশালি

আজ ২১শে আগস্ট ২০২১ আনুষ্ঠানিকভাবে শুরু হলো ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস ২০২১ এর ট্রেনিং সেশন। ৪ দিনের এই ট্রেনিং সেশনের ১ম দিন মেন্টর হিসেবে ছিলেন জাতিসংঘের খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থার হেড অফ ইমার্জেন্সি মেজবানুর রহমান লেমন। তিনি উপস্থিত সকলের সাথে আলোচনা করেছেন কিভাবে খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা (FAO) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে। উল্লেখ্য, ন্যাশনাল কংগ্রেসের মূল কার্যক্রম ১১দিন ব্যপী অনুষ্ঠিত হবে।

ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজন করা হয়ে থাকে দেশব্যাপী কৃষি ও সংশ্লিষত শিক্ষার্থীদের জন্য। এবছর ন্যাশনাল কংগ্রেসের ২য় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের আসরের আলোচ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে কৃষি এবং সংশ্লিষ্ট বিষয়াবলী কিভাবে সম্পর্কিত এই নিয়ে। ৪ পর্বের ট্রেনিং সেশনে ৪টি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারী হিসেবে থাকছেন সারা দেশ থেকে শতাধিক শিক্ষার্থী এবং মেন্টর হিসেবে থাকবেন দেশসেরা শিক্ষক, গবেষক, স্নাতক এবং আরো অনেক বরেণ্য ব্যাক্তত্ব, যারা নিজেদের অবস্থান থেকে দেশের কৃষিখাতে অসমান্য অবদান রেখে যাচ্ছেন। সেশনের ২য় দিনে থাকছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আজিজুর রহমান। তিনি শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও কৃষির সংশ্লিষ্টতা নিয়ে। সেশনের ৩য় ও ৪র্থ দিনে পর্যায়ক্রমে থাকছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একুয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মোঃ আবদুস সালাম এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. সরদার শফিকুল ইসলাম। তারা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবেন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সাথে মৎস্য ও প্রাণিজ সম্পদ কীভাবে জড়িত এই বিষয়ে।

৪ দিনের ট্রেনিং সেশনের পাশাপাশি বাজেটে দক্ষতা প্রদর্শনের জন্য কম্পিটিশন এবং বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ইমার্জিং ইয়ুথ এওয়ার্ড; যেখানে বিশ্ববিদ্যালয় জীবনেই যারা সাফল্যের সাথে গবেষণা এবং বিভিন্ন অর্গানাইজেশনের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে নেতৃত্ব দিয়েছেন, তাদের পুরস্কৃত করা হবে। এছাড়াও প্রতিটি সেশন শেষে থাকছে বিশেষ কুইজ পর্ব যার মাধ্যমে অংশগ্রহণকারীরা পাবেন বিশেষ পুরস্কার।

ট্রেনিং সেশনগুলো সাজানো হয়েছে আধুনিক প্রযুক্তিগত কৃষি কীভাবে টেকসই করা সম্ভব এই সম্পর্কিত ধারণা শিক্ষার্থীদের দেয়ার জন্য। প্রতিটি সেশন শেষে শিক্ষার্থীদের জন্য থাকছে সেই বিষয় সংশ্লিষ্ট কুইজ কম্পিটিশন। এছাড়াও শিক্ষার্থীদের কৃষি বিষয়ক জ্ঞানকে কাজে লাগানোর জন্যও থাকছে কম্পিটিশনের ব্যবস্থা। যেখানে তারা তাদের কৃষি বিষয়ক জ্ঞান ও বাজেট তৈরির দক্ষতারও প্রমাণ রাখতে পারবে। কম্পিটিশন রাউন্ডে বিচারক হিসেবে থাকবেন আম্বার গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজার মোঃ শাহাদাত হোসাইন সাজ্জাদ এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল ইকোনমিক্স এন্ড পলিসি বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সেরফ-উল-আলম।

 

৪ দিনের ট্রেনিং সেশনের পর থাকছে রাউন্ড টেবিল ডিসকাশন ও ফোরাম ডিসকাশন রাউন্ড। রাউন্ড টেবিল ডিসকাশনে অতিথি হিসেবে থাকবেন আম্বর গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কর্মকর্তা মোঃ শাহাদাত হোসাইন সাজ্জাদ। ফোরাম ডিসকাশনে অতিথি হিসেবে থাকছেন বাংলাদেশ পাটকল কর্পোরেশনের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোবারক আহমদ খান।

কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার ১৪২৪ প্রাপ্ত কৃষি বায়স্কোপের প্রতিষ্ঠাতা এবং চুয়াডাঙ্গা উপজেলার কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর নিউটন। এবছর ন্যাশনাল কংগ্রেসের বিশেষ আর্কষণ হিসেবে থাকছে এমার্জিং ইয়ুথ এওয়ার্ড। কৃষিতে দক্ষ ও যোগ্য গবেষক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে এই সম্মাননা।

এছাড়া আয়োজনের শেষ দিন অর্থাৎ ৩১ আগস্ট, সমাপ্তি পর্বে প্রধান অতিথি হিসেবে থাকছেন শের-এ-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শফিকুর রশিদ ভূঁইয়া। বিশেষ অতিথি এবং সম্মানিত অতিথি হিসেবে থাকবেন যথাক্রমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. সঞ্জয় কুমার অধিকারী এবং ন্যাশনাল এগ্রিকালচার ট্রেনিং একাডেমির সাবেক পরিচালক ড. মোঃ আখতারুজ্জামান।

International Association of Students in Agricultural and related Sciences বা IAAS বাংলাদেশে ২০১৭ সালে নিজেদের পথচলা শুরু করে। বর্তমানে মোট ১১টি লোকাল কমিটি নিয়ে ইয়াস বাংলাদেশ ৫ বছরে পা রাখলো। সাফল্যের ধারাবাহিকতায় এটি তাদের ২য় ন্যাশনাল কংগ্রেস। ইয়াস শিক্ষার্থীদের মধ্য থেকে দক্ষ ও যোগ্য নেতৃত্ব গঠনে বিশ্বাসী ও এ বিষয়ে কার্যকর ভূমিকা রেখে যাচ্ছে এমন একটি সংস্থা। তারা আশা করে, এবছর আয়োজিত ন্যাশনাল কংগ্রেসেও এর ব্যতিক্রম হবে না।

আরো পড়ুনঃ ইয়াস বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস এর আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হলো

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

ads

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ads

ফেসবুকে আমাদের দেখুন

ads

মুক্তমঞ্চ

scrolltop